আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ
অবস্থান
আকিজ সিটি, অভয়নগর, যশোর

বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি স্কুল এন্ড কলেজ
নীতিবাক্যআলোকিত ভবিষ্যতের জন্য শিক্ষা
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ২০১২
প্রতিষ্ঠাতাশেখ নাসির উদ্দিন (সি.আই.পি.)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
কর্তৃপক্ষআকিজ গ্রুপ
বিদ্যালয় কোড135220
অধ্যক্ষমো মাহমুদুন নবি
অনুষদবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ
ভর্তি৭০০+
শ্রেণীপ্রথম থেকে দ্বাদশ
ভাষাবাংলা
ডাকনামAISC
ওয়েবসাইটaiscag.edu.bd

আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ আকিজ সিটি, অভয়নগর, যশোরে অবস্থিত আকিজ গ্রুপ দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান।

অবস্থান[সম্পাদনা]

যশোর জেলার অন্তর্গত অভয়নগর উপজেলার আকিজ সিটি এলাকায় যশোর-খুলনা মহাসড়ক এর পাশে এই বিদ্যাপীঠ অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

২০১২ সালের পহেলা জানুয়ারি আকিজ গ্রুপ এর ব্যবস্থাপনায় যাত্রা শুরু করে এই শিক্ষাপ্রতিষ্ঠান।প্রথমে মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠদানের সুযোগ থাকলেও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর যুক্ত হবার মাধ্যমে এখানে কলেজ শাখা চালু হয়। বর্তমানে অধ্যক্ষসহ মোট ২৫ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা বিদ্যাপীঠটি পরিচালিত হচ্ছে।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

১ম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ৭০০+ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।মাধ্যমিকউচ্চ মাধ্যমিক স্তরের জন্য এখানে বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে।

সাধরনত প্রতিমাসে মাসিক পরীক্ষা এবং ৩ মাস অন্তর তিনটি সাময়িক পরীক্ষা হয়ে থাকে একখানে।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

সহশিক্ষা কার্যক্রম কে সমুন্নত রাখতে এখানে রয়েছে

  • ইংরেজি ভাষা ক্লাব
  • বিজ্ঞান ক্লাব
  • কম্পিউটার ক্লাব

এছাড়াও প্রতিবছর শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগিতা,সাতার প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান [২] ইত্যাদি অনুষ্ঠিত হয়।

কৃতিত্ব[৩][সম্পাদনা]

  • ২০১৩ সালে জেএসসিতে উপজেলা পর্যায়ে ১ম স্থান ও যশোর শিক্ষা বোর্ড এ ৮ম স্থান অর্জন
  • ২০১৪ সালে জেএসসিতে যশোর শিক্ষা বোর্ড এ ৭ম স্থান অর্জন
  • বিগত সালে জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের হার ও উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Akij Ideal School and College in Google Map" 
  2. "আকিজ ইঞ্জিনিয়ারিং ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান"। ডিসেম্বর ১৮, ২০১৯। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "AISC Prospectus"। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।