এলিজাবেথ বার্গনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলিজাবেথ বার্গনার
Elisabeth Bergner
১৯৩৫ সালে বার্গনার
জন্ম
এলিজাবেথ ইটেল

(১৮৯৭-০৮-২২)২২ আগস্ট ১৮৯৭
মৃত্যু১২ মে ১৯৮৬(1986-05-12) (বয়স ৮৮)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৪-১৯৮৪
দাম্পত্য সঙ্গীপল জিনার (বি. ১৯৩৩; মৃ. ১৯৭২)[১]

এলিজাবেথ বার্গনার (২২ আগস্ট ১৮৯৭ - ১২ মে ১৯৮৬) ছিলেন একজন অস্ট্রিয়-ব্রিটিশ অভিনেত্রী। তিনি মূলত মঞ্চ অভিনেত্রী হিসেবে বার্লিনপ্যারিসে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীকালে লন্ডনে গিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল মার্গারেট কেনেডি রচিত নাটক এসকেপ মি নেভার-এ জেমা জোন্স চরিত্র। তিনি লন্ডনে প্রথম এই চরিত্রে কাজ করেন এবং পরে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেককালীনও এই চরিত্রে কাজ করেন। এছাড়া তিনি এই নাটকের চলচ্চিত্ররূপে (১৯৩৫) এই চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৪৩ সালে তিনি ব্রডওয়েতে ফিরে যান এবং দ্য টু মিসেস ক্যারলস নাটকে অভিনয় করেন,[২] যার জন্য তিনি ড্রামা লিগ থেকে অনন্য অভিনয়ের জন্য পদক লাভ করেন।[৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বার্গনার ১৮৯৭ সালের ২২শে আগস্ট অস্ট্রো-হাঙ্গেরিয় সাম্রাজ্য (বর্তমান ইউক্রেন) ড্রোহবিখে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম এলিজাবেথ ইটেল। তার মাতা আনা রোজা (বিবাহপূর্ব ভাগনার) এবং পিতা এমিল ইটেল ছিলেন একজন বণিক। তিনি ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে বেড়ে ওঠেন।[৪][৫]

তিনি ১৪ বছর বয়সে প্রথম মঞ্চে অভিনয় করেন এবং পরের বছর ইনসব্রাকে অভিনয় করেন। ১৬ বছর বয়সে ভিয়েনায় থাকাকালীন তিনি একটি শেকসপিয়ারীয় কোম্পানির সাথে অস্ট্রিয় ও জার্মান প্রদেশে সফরে যান। তিনি একজন শিল্পীর মডেল হিসেবেও কাজ করেন। তিনি ভাস্কর ভিলহেল্ম লেমব্রুকের জন্য তার কাঙ্ক্ষিত ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করেন, লেমব্রুক তার প্রেমে পড়েছিলেন। তিনি ততদিনে মিউনিখ ও পরে বার্লিনে চলে যান।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

বার্গনার ১৯২৩ সালে তার প্রথম চলচ্চিত্র ডের ইভাঞ্জেলিমান-এ অভিনয় করেন। নাৎসিবাদের উত্থানের পর বার্গনার পরিচালক পল জিনারের সাথে লন্ডনে পাড়ি জমান এবং ১৯৩৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৩৪ সালের ২৬শে মার্চে প্রকাশিত টাইম পত্রিকা অনুসারে, এই যুগলের ক্যাথরিন দ্য গ্রেট (১৯৩৪) চলচ্চিত্রটি জার্মানিতে নিষিদ্ধ ঘোষিত হয়।[৬] লন্ডনে তিনি জে. এম. ব্যারি'র শেষ নাটক দ্য বয় ডেভিড (১৯৩৬)-এ অভিনয় করেন। ব্যারি মূলত এটি তারই জন্য রচনা করেছিলেন। এছাড়া তিনি মার্গারেট কেনেডি রচিত এসকেপ মি নেভার নাটকে জেমা জোন্স চরিত্রে অভিনয় করেন। তিনি লন্ডনে প্রথম এই চরিত্রে কাজ করেন এবং পরে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেককালীনও এই চরিত্রে কাজ করেন।[৬] এছাড়া তিনি এই নাটকের চলচ্চিত্ররূপে (১৯৩৫) এই চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Elisabeth Bergner"Nndb.com। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  2. "The Two Mrs. Carrolls Broadway @ Booth Theatre - Tickets and Discounts"প্লেবিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  3. "Billboard"। নিয়েলসন বিজনেস মিডিয়া। ১৩ মে ১৯৪৪। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ – গুগল বুকস-এর মাধ্যমে। 
  4. Wien, Historisches Museum der Stadt (১৯৯৩)। --Unsere schwarze Rose Elisabeth Bergner (জার্মান ভাষায়)। Historisches Museum der Stadt Wien। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  5. "The Age - Google News Archive Search"দি এজ। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ – গুগল নিউজ-এর মাধ্যমে। 
  6. "Elisabeth Bergner"জিউইশ উইমেন্‌স আর্কাইভ। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  7. "The 8th Academy Awards - 1936"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]