পাকিস্তান মুসলিম লীগ (কাইয়ুম)
অবয়ব
কাইয়ুম মুসলিম লীগ কিউএমএল عبدالقیوم خان کشمیری | |
---|---|
নেতা | আবদুল কাইয়ুম খান |
প্রতিষ্ঠা | ১৯৭০ |
ভাঙ্গন | ৫ জুলাই ১৯৭৭ |
আনুষ্ঠানিক রঙ |
মুসলিম লীগ (কাইয়ুম) হচ্ছে পাকিস্তান পাকিস্তানের একটি বিলুপ্ত রাজনৈতিক দল। খান আব্দুল কাইয়ুম খান কাউন্সিল মুসলিম লীগ থেকে বের হয়ে যাওয়ার পর ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এই দল প্রতিষ্ঠা করেন। উক্ত নির্বাচনে দলটি ১৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪.৫% ভোট পেয়ে ৯টি আসনে জয়লাভ করে।
আরো দেখুন
[সম্পাদনা]- জমিয়ত উলামায়ে ইসলাম (ফ)
- মুসলিম লীগ (পাকিস্তান)
- পাকিস্তান মুসলিম লীগ
- কাউন্সিল মুসলিম লীগ
- মুসলিম লীগের ভাঙ্গন