বিষয়বস্তুতে চলুন

হুয়ান পাবলো দুয়ার্তে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুয়ান পাবলো দুয়ার্তে ইয়ে দিয়েজ
জন্ম(১৮১৩-০১-২৬)২৬ জানুয়ারি ১৮১৩
সান্তো দোমিঙ্গো, ডোমিনিকান প্রজাতন্ত্র
মৃত্যু১৫ জুলাই ১৮৭৬(1876-07-15) (বয়স ৬৩)
জাতীয়তাডোমিনিকান
পেশাডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের একজন
পরিচিতির কারণস্বপ্নদর্শী ও উদারপন্থী চিন্তাবিদ

হুয়ান পাবলো দুয়ার্তে ইয়ে দিয়েজ (জানুয়ারি ২৬, ১৮১৩ - জুলাই ১৫, ১৮৭৬)[] হলেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তিনি ছিলেন স্বপ্নদর্শী ও লিবারেল ভাবুক যিনি ফ্রান্সিসকো দেল রোসারিও সানচেসমাতিয়াস রামোন মেল্লার সাথে একত্রে ডোমিনিকান প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন। তারা ১৮৪৪ সালে হাইতির শাসন থেকে দেশকে স্বাধীন করেন। পাবলো দুয়ার্তের ইচ্ছা ছিল দেশের জনগণকে স্বনির্ভরভাবে প্রতিষ্ঠা করা ও লিবারেল ধারণার একটি গণতান্ত্রিক সরকার গঠন করা।

ডোমিনিকান প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার সম্মান জানিয়ে বিভিন্ন জায়গায় তার নামে কয়েকটি স্মারক স্থাপন করা হয়েছে; যেমন, ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম রাখা হয়েছে পিকো দুয়ার্তে, তার নাম অনুসারে। তেমনি নিউইয়র্ক শহরের হুয়ান পাবলো দুয়ার্তে স্কয়ার চত্ত্বর ও আরো অনেক স্থাপনা।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দুয়ার্তে ইসপানা বোবা সময়কালে কেপ্টেন্সি জেনারেল অফ সান্তো ডোমিংগোর সান্তো ডোমিংগোতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জোয়ান হোজে দুয়ার্তে এবং তিনি ছিলেন স্পেনের কাডিজ শহরের ভেজের দে লা ফ্রন্তেরারর বাসিন্দা। তার মায়ের নাম ম্যনুয়েল দিয়েজ হিমেনেস ও তিনি এল সেবুর বাসিন্দা ছিলেন। জিমিনেজ ছিলেন স্পেনীয় বাবা ও ডোমিনিকান মাতার সন্তান। ১৮০২ সালে হোসে দুয়ার্তে ও জিমিনেজ অভিবাসী হয়ে সান্তো ডোমিংগো থেকে পুয়ের্তো রিকোর মায়াগাজে চলে আসেন। পূর্ববর্তী দিনগুলোতে দ্বীপের ঔপনিবেশিক অভিজ্ঞতায় এই স্থানান্তরের বিষয়টি দৃশ্যমান হতে শুরু করে, যখন সেন্ট ডোমিনজের গভর্নর (বর্তমান হাইতি, পূর্বে হিসপানিওলার শেষ পশ্চিমাংশ ও ফ্রান্সের উপনিবেশ) তুসেইন্ট লুভার্চার সান্তো ডোমিংগোর নিয়ন্ত্রণ নেন (দ্বীপের পূর্বাংশের দুই তৃতীয়াংশ)। এসময় ফ্রান্স ও ডোমিনজে সামগ্রিক সামাজিক আন্দোলন গড়ে তোলে যা ফ্রান্স বিপ্লব ও হাইতি বিপ্লব নামে পরিচিত। পরবর্তীতে দুয়ার্তে পরিবার ১৮০৯ সালে সান্তো দোমিঙ্গোতে ফিরে আসেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Juan Pablo Duarte Biography"। Biography.com। ২০১০। ২০১০-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]