বিনোদ কৃষন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনোদ কৃষন
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
মাতৃশিক্ষায়তনদিল্লী বিশ্ববিদ্যালয়
টেনিছি বিশ্ববিদ্যালয়, আমেরিকা যুক্তরাষ্ট্র
পরিচিতির কারণকঠিন অবস্থার পদার্থ বিজ্ঞান
পুরস্কারমহাকাশ বিজ্ঞানের জন্য ডা. বিক্রম সারাভাই গবেষণা পুরস্কার,১৯৯২ সালে
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতিপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানসমূহনতুন দিল্লী

বিনোদ কৃষন(en:Vinod Krishan), হচ্ছে একজন পদার্থ বিজ্ঞানী, একজন জ্যেষ্ঠ অধ্যাপক, এবং ব্যাঙ্গালোরস্থিত ভারতীয় জ্যোতিপদার্থবৈজ্ঞানিক প্রতিষ্ঠানর বিজ্ঞানের "ডিন"৷ তিনি প্লাজমা পদার্থ বিজ্ঞানের গবেষণা এবং শিক্ষণের সাথে জড়িত। [১] তদুপরি, তিনি জাতীয় বিজ্ঞান একাডেমী, ভারতেরো সভ্য। মহাকাশ বিজ্ঞানের গবেষণার জন্য তিনি বিক্রম সারাভাই পুরস্কারও লাভ করেছেন। [২]

শিক্ষা[সম্পাদনা]

১৯৬৬ সালে বিনোদ কৃষন বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৬৮ সালে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে জার্মানে একটি ডিপ্লোমাও লাভ করেন। ১৯৭১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রর টেনিসি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল "Damping of plasmons in a nearly free electron gas"। সেটি ছিল কঠিন অবস্থার পদার্থ বিজ্ঞানের একটি বিষয়। ১৯৭১-৭৩ সালে তিনি কানাডার এডমন্টনের এলবের্টা বিশ্ববিদ্যালয়ে পোষ্ট-ডক্টরাল ফেলো ছিলেন। [১]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৭৩ সালের নভেম্বর থেকে ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত বিনোদ কৃষন ব্যাঙ্গালোরস্থিত আইআইএসসির তাত্ত্বিক অধ্যয়ন কেন্দ্রে পুল আধিকারিক হিসাবে কাজ করেন। তারপরে UGC গবেষণা সহযোগী হিসাবে কাজ করেন। ব্যাঙ্গালোরের ভারতীয় জ্যোতির্বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে তিনি অনাবাসিক বিজ্ঞানী, সভ্য, রিডার, সহযোগী অধ্যাপক ইত্যাদি বিভিন্ন পদে কাজ করেন। ১৯৯৮ সালে তিনি জ্যেষ্ঠ অধ্যাপকের দায়িত্ব পালন করেন এবং যৌথ জ্যোতিবিজ্ঞান কার্যসূচীতে প্লাজমা জ্যোতিপদার্থবিজ্ঞান পড়ান। ২০০৮ সালে তিনি ভারতীয় জ্যোতির্বৈজ্ঞানিক প্রতিষ্ঠান থেকে অবসর নেন।[১] তাঁর গবেষণার ক্ষেত্র Solar Coronal Loops, Solar Granulation, Extragalactic Plasmas, এবং Structure Formation Through Hydrodynamics ইত্যাদি বিষয়ে।[৩]

সম্মান এবং স্বীকৃতি[সম্পাদনা]

বিনোদ কৃষন ১৯৯২ সালে মহাকাশ বিজ্ঞানের জন্য ডা. বিক্রম সারাভাই গবেষণা পুরস্কার লাভ করেছিলেন। অনেকগুলি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সদস্যপদে থাকার সাথে ১৯৯৬ সালে বিজয় কৃষন জাতীয় বিজ্ঞান একাডেমী, ভারতেরও সভ্য হন। [২]

নির্বাচিত প্রকাশন এবং গ্রন্থসমূহ[সম্পাদনা]

ল্যাবরটোরি প্লাজমা, বহিঃতারকাপুঞ্জীয় উৎস, সৌর পদার্থবিজ্ঞান, ধূমকেতুসম্পর্কিত প্লাজমা ইত্যাদি একাধিক বিষয়ে তিনি অনেকগুলি গবেষণাপত্র প্রকাশ করেছেন।[৪] ১৯৮৯ সালের IAU সভাকে ধরে সৌর এবং প্লাজমা পদার্থ বিজ্ঞানের কয়েকটি সম্মিলনীর তিনি কার্যবিবরণী সম্পাদনা করেছেন। ভারতের জ্যোতির্বৈজ্ঞানিক সমাজের পত্রিকার মুখ্য সম্পাদিকার দায়িত্বও তিনি অনেকগুলি বছর বহন করেছেন। তাঁর তিনটি প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে:

  1. Astrophysical Plasmas and Fluids, Kluwer Academic Press, ১৯৯৮;
  2. Plasmas the First State of Matter, Cambridge University Press, ২০১৪
  3. Physics of Partially ionized Plasmas, Cambridge University Press, ২০১৬ [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Vinod Krishan"। Indian Institute of Astrophysics। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  2. "Professor Vinod Krishan-Memberships & Awards"। Indian Institute of Astrophysics। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  3. "Professor Vinod Krishan-Research Profile"। Indian Institute of Astrophysics। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  4. "Professor Vinod Krishan-List of Publications"। Indian Institute of Astrophysics। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  5. Professor Vinod Krishan-Editorial Work, Indian Institute of Astrophysics, সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৫