কেরল সংগীত নাটক অকাদেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেরল সংগীত নাটক অকাদেমি
ত্রিশূরে কেরল সংগীত নাটক অকাদেমির সম্মুখ-দৃশ্য
সংক্ষেপেকেএসএনএ
গঠিত২৬ এপ্রিল ১৯৫৮; ৬৫ বছর আগে (1958-04-26)
সদরদপ্তরত্রিশূর, কেরল, ভারত
যে অঞ্চলে কাজ করে
কেরল
চেয়ারপারসন
কে পি এ সি ললিতা (বর্তমান)
প্রধান প্রতিষ্ঠান
সংস্কৃতি বিষয়ক বিভাগ, কেরল সরকার
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

কেরল সঙ্গীত নাটক অকাদেমি ভারতের কেরলের ত্রিশূর শহরে অবস্থিত। [১] এটি ১৯৫৮ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। এর উদ্দেশ্য কেরলের নৃত্য, নাটক এবং সঙ্গীত লালন ও বিকাশ এবং কেরলের সাংস্কৃতিক ঐক্যের প্রচার করা। এটি ভারতীয় সংস্কৃতি সমৃদ্ধ করার জন্য নয়াদিল্লিতে সংগীত নাটক একাডেমির সাথে নিবিড় সহযোগিতায় কাজ করে। আঞ্চলিক থিয়েটার ত্রিশূরে সমস্ত আধুনিক সুবিধাসহ নির্মিত হয়েছে।

একাডেমী বাহরাইনে একটি সাংস্কৃতিক কেন্দ্র বাহরাইন-কেরল সমঝম শুরু করে ১ অক্টোবর ২০১০ সালে। বাহরাইন কেন্দ্রটি একাডেমি দ্বারা খোলা প্রথম সাংস্কৃতিক সম্প্রসারণ কেন্দ্র। একাডেমি রিয়াদ, আবুধাবি, নয়াদিল্লি, মুম্বই, চেন্নাই এবং ব্যাঙ্গালুরেও একই ধরনের কেন্দ্র স্থাপন করবে। [২]

অকাদেমি প্রাঙ্গণের ভিতরে

২ এপ্রিল ২০১৭ -এ, একাডেমী ২০১৬ সালে সঙ্গীত, নৃত্য, নাটকে এবং ঐতিহ্যবাহী শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। [৩]


আরো দেখুন[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Literary and cultural societies"। Government of Kerala। ২০১২-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-১০ 
  2. "Kerala Sangeeta Nataka Academy to start centre in Bahrain"। CNN IBN। ২০১২-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০১-১০ 
  3. "Akademi awards announced"The Hindu। ২৮ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮ 


বহিঃসংযোগ[সম্পাদনা]