ওলগা নিপার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওলগা নিপার
Ольга Книппер
ওলগা নিপার
জন্ম
ওলগা লেওনার্দভ্‌না নিপার

২১ সেপ্টেম্বর [পুরোনো শৈলীতে ৯ সেপ্টেম্বর] ১৮৬৮
মৃত্যু২২ মার্চ ১৯৫৯(1959-03-22) (বয়স ৯০)
দাম্পত্য সঙ্গীআন্তন চেখভ (বি. ১৯০১; মৃ. ১৯০৪)
আত্মীয়ওলগা চেখভা (ভ্রাতুষ্পুত্রী)
লেভ নিপার (ভাগ্নে)

ওলগা লেওনার্দভ্‌না নিপার-চেখভা (রুশ: Ольга Леонардовна Книппер-Чехова; ২১ সেপ্টেম্বর [পুরনো রীতিতে ৯ সেপ্টেম্বর] ১৮৬৮ - ২২ মার্চ ১৯৫৯) ছিলেন একজন রুশ ও সোভিয়েত মঞ্চ অভিনেত্রী। তিনি রুশ নাট্যকার আন্তন চেখভের স্ত্রী।

নিপার ১৮৯৮ সালে কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কির প্রতিষ্ঠিত মস্কো আর্ট থিয়েটারের প্রথম ৩৯ জন সদস্যদের একজন।[১] তিনি দ্য সিগাল (১৮৯৮) নাটকে আর্কাদিনা চরিত্রে; আঙ্কল ভানিয়া (১৮৯৯) নাটকের মস্কো প্রিমিয়ারে এলেনা চরিত্রে; এবং থ্রি সিস্টার্স (১৯০১) নাটকে মাশা চরিত্রে এবং দ্য চেরি অরচার্ড (১৯০৪) নাটকে মাদাম রেনেভ্‌স্কায়া চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৪৩ সালে পুনরায় রেনভ্‌স্কায়া চরিত্রে অভিনয় করেন, যেটি ছিল দ্য চেরি অরচার্ড নাটকের ৩০০তম মঞ্চায়ন।

জীবনী[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নিপার ১৮৬৮ সালের ২১শে সেপ্টেম্বর [পুরনো রীতিতে ৯ই সেপ্টেম্ব] ভিয়াৎকা প্রদেশের গ্লাজভে জন্মগ্রহণ করেন। তার পিতা লেওনহার্ট আউগুস্ট নিপার ছিলেন অস্ট্রীয় এবং মাতা আন্না ইভানভ্‌না ফন সালৎজা ছিলেন বাল্টিক জার্মান বংশোদ্ভূত। তার পিতামাতা দুজনেই জার্মান বংশোদ্ভূত হলেও তার পিতা রাশিয়াকে তার পারিবারিক ঐতিহ্য হিসেবে দাবী করেন। তার দুই ভাই ছিল, তারা হলেন কনস্তান্তিন ও ভ্লাদিমির। তিনি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ফরাসি, জার্মান ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন। পাশাপাশি তিনি সঙ্গীত ও গানের তালিম নিতেন।

কর্মজীবন[সম্পাদনা]

নিপার মালি থিয়েটারের নাট্য স্কুলে ভর্তি হন এবং এক মাস পরেই সেখান থেকে বাদ পড়েন। তার মায়ের সহায়তায় তিনি ফিলহার্মোনিক স্কুলে ভর্তি হন, সেখানে তিনি পরবর্তী কালে মস্কো আর্ট থিয়েটারের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির নেমিরভিচ-দানচেঙ্কোর শিক্ষার্থী ছিলেন। নেমিরভিচ-দানচেঙ্কো নিপার ও তার সমসাময়িক ভসেভলদ মেইয়েরহল্‌দকে কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কির সাথে পরিচয় করিয়ে দেন।

১৮৯৮ সালে স্তানিস্লাভ্‌স্কি ও নেমিরভিচ-দানচেঙ্কো মস্কো আর্ট থিয়েটার প্রতিষ্ঠা করলে নিপার এই দলের প্রথম ৩৯ জন সদস্যদের একজন ছিলেন। এই মঞ্চদলের প্রথম নাটক আলেক্সেই তলস্তয়ের জার ফিওদর ইওনভিচ দিয়ে তার মঞ্চনাটকে অভিষেক ঘটে। পরবর্তী কালে তিনি দ্য সিগাল (১৮৯৮) নাটকে আর্কাদিনা চরিত্রে; আঙ্কল ভানিয়া (১৮৯৯) নাটকের মস্কো প্রিমিয়ারে এলেনা চরিত্রে; এবং থ্রি সিস্টার্স (১৯০১) নাটকে মাশা চরিত্রে এবং দ্য চেরি অরচার্ড (১৯০৪) নাটকে মাদাম রেনেভ্‌স্কায়া চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৪৩ সালে পুনরায় রেনভ্‌স্কায়া চরিত্রে অভিনয় করেন, যেটি ছিল দ্য চেরি অরচার্ড নাটকের ৩০০তম মঞ্চায়ন।[২]

বিবাহ[সম্পাদনা]

নিপার ১৮৯৮ সালে দ্য সিগাল নাটকে ইরিনা আর্কাদিনা চরিত্রে অভিনয়কালে নাট্যকার আন্তন চেখভের সাথে পরিচিত হন। ১৮৯৯ সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরের কয়েক বছর তাদের মধ্যে চিঠির মাধ্যমে যোগাযোগ হত। তাদের প্রায় ৪০০ চিঠি পাওয়া যায়, যাতে তারা একে অপরকে "প্রিয় লেখক" ও "প্রিয় অভিনেত্রী" বলে সম্বোধন করতেন।[৩] ওলগা ১৯০১ সালের ২৫ই মে তার থেকে আট বছরের বড় চেখভকে বিয়ে করেন।[৪] পরের বছর তার গর্ভপাত ঘটে, যা থেকে সুস্থ্য হতে তার বেশ সময় লাগে। ১৯০৪ সালে তিনি তার স্বামীসহ জার্মানির বাডেনভাইলারে যান, সেখানে ১৫ জুলাই (পুরনো রীতিতে ২ জুলাই), ১৯০৪ চেখভ মারা যান।[৩]

মৃত্যু[সম্পাদনা]

ওলগা নিপার তার জীবনের পরবর্তী সময় মস্কো আর্ট থিয়েটারে অভিনয় করে কাটান। তিনি ১৯৫৯ সালের ২২শে মার্চ ৯০ বছর বয়সে সোভিয়েত ইউনিয়নের মস্কোতে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Moscow Art Theater | Encyclopedia.com"এনসাইক্লোপিডিয়া। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  2. "Olga Knipper-Chekhova | Biography & Facts"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 
  3. রোকামোরা, ক্যারল (১৫ জানুয়ারি ২০০৫)। "'Olga, my doggie'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  4. বয়েড, উইলিয়াম (২০ আগস্ট ২০১৮)। "Secrets, lies and a child: William Boyd on the truth behind Chekhov's marriage"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]