মিহির কান্তি মজুমদার
মিহির কান্তি মজুমদার | |
---|---|
সচিব স্থানীয় সরকার বিভাগ | |
কাজের মেয়াদ ২৩ জানুয়ারি ২০১১ – ১৩ মে ২০১৩ | |
রাষ্ট্রপতি | আবদুল হামিদ |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
চেয়ারম্যান পল্লী সঞ্চয় ব্যাংক | |
কাজের মেয়াদ ৮ জুলাই ২০১৪ – চলমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জুজখোলা গ্রাম, পিরোজপুর, বাংলাদেশ) ১৯৫৩ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
জীবিকা | সরকারী কর্মকর্তা |
পুরস্কার | প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৮, বাংলাদেশ স্কাউটস ‘রৌপ্য ব্যাঘ্র’-২০০৭ |
ড. মিহির কান্তি মজুমদার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ২৩ জানুয়ারি ২০১১ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে ১৩ মে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।[১] পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমান চেয়ারম্যান তিনি।[২][৩]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]মিহির কান্তি মজুমদার ১৯৫৩ সালে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শ্রীকান্ত মজুমদার ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মা কুসুম কুমারী ছিলেন গৃহিণী। চাকুরীকালীন সময়ে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]মিহির কান্তি মজুমদার ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২৩ জানুয়ারি ২০১১ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে ১৩ মে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।[১] এর আগে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]
তিনি ''উন্নয়ন ও সংস্কার প্রস্তাবনা: প্রেক্ষিত বাংলাদেশ'' নামক একটি বইয়ের রচয়িতা।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব/ সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ নভেম্বর ২০১৯। ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৬-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।
- ↑ "পল্লী সঞ্চয় ব্যাংক"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।
- ↑ "'প্রকৃতি ও জীবন' প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৮ পেলেন মিহির কান্তি মজুমদার"। shaptahik.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ড. মিহির কান্তি মজুমদার। উন্নয়ন ও সংস্কার প্রস্তাবনা: পেক্ষিত বাংলাদেশ। বাংলাদেশ: জনপ্রিয় প্রকাশনী।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]