হিরনের ফোয়ারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিরনের ফোয়ারা পরিচালনার পর্যবেক্ষিত উদাহরণ

হিরনের ফোয়ারা হচ্ছে একটি জলবাহী যন্ত্র যা ১ম শতকের আবিস্কারক, গণিতবিদ এবং পদার্থবিদ আলেকজান্দ্রিয়ার হিরন কর্তৃক আবিস্কৃত।

হিরন বায়ুচাপ এবং বাষ্প গবেষণা করেন এবং প্রথম বাষ্প ইঞ্জিন সমন্ধে বর্ণনা করেন এবং খেলনা তৈরী করেন যা পানি ছুড়ে মারতে সক্ষম। তার মধ্যে একটি হচ্ছে হিরনের ফোয়ারা। হিরনের ফোয়ারার বিভিন্ন ধরন বর্তমানে পদার্থবিজ্ঞান ক্লাসে জলবাহী এবং গ্যাসবিজ্ঞানের মূলনীতি অধ্যয়নে ব্যবহৃত হচ্ছে।

হিরনের ফোয়ারা হচ্ছে বিশেষায়িত, অধিক জটিল তরলপদার্থ-নির্গমনার্থ বক্রনলবিশেষ এবং তদনুসারে কার্য সম্পাদন করে।

গঠন[সম্পাদনা]

হিরনের ফোয়ারা তৈরীতে তিনটি পাত্র প্রয়োজনঃ

  • (A) শীর্ষস্থঃ পাত্র
  • (B) মধ্যস্থঃ পানি সরবরাহ
  • (C) নিন্মঃ বাতাস সরবরাহ

এবং তিনটি নলঃ

  • P1, (ছবিতে বামে), (A) পাত্রের নিচ থেকে (C) পাত্রের নিচ পর্যন্ত
  • P2, (ছবিতে ডানে), বাতাস সরবরাহী পাত্রের (C) উপর থেকে পানি সরবরাহ পাত্রের (B) উপর পর্যন্ত
  • P3, (ছবিতে মাঝখানে), পানি সরবরাহী পাত্রের (B) নিচ থেকে শীর্ষস্থ পাত্রের (A) নিচ পর্যন্ত পাত্রের পরিধির সমান উচ্চতায়। ফোয়ারাটি এই নলের সাহায্যে পানি উপরের দিকে ধাবিত করে। P3 নলের সর্বোচ্চ উচ্চতা নির্ভর করে B এবং C এর মধ্যবর্তী উচ্চতার উপর (নিচে দেখুন)।

A পাত্রটি বায়ুরোধী বা বন্ধ থাকায় কোন সমস্যা নেই। কিন্তু B এবং C অবশ্যই বায়ুরোধী এবং বায়ুচাপ প্রতিরোধী হতে হবে। প্লাস্টিকের বোতল হতে পারে কিন্তু কাচ আরও ভাল ফল দেয়; বেলুন অকার্যকর। কারণ ফোয়ারাটি নিন্মোক্ত পদ্ধতিতে কাজ করেঃ

  • পানি প্রবাহের শক্তি আসে B পাত্রের C পাত্রের দিকে অধোগামী পানি থেকে
  • এর মানে হচ্ছে B পাত্রের পানি A পাত্রে উঠতে পারে কেবল B পাত্র হতে যতটুকু পানি C পাত্রে পতিত হয়৷
  • A পাত্র থেকে C পাত্রে P1 নলের সাহায্যে পানি পড়ার সময় নিচের পাত্রে চাপ সৃষ্টি করে; এই চাপ A এবং C এর উচ্চতার পার্থক্যের সমান।
  • P2 নলের দ্বারা বায়ুর সাহায্যে B পাত্রে চাপ পরিবাহিত হয় এবং পানিকে P3 নলে প্রবাহিত করে।
  • P3 নলের পানি A পাত্র থেকে C পাত্রের পতিত পানির প্যাঁচ বন্ধ করে প্রতিস্থাপিত করে।

এই মূলনীতি গঠনকে ব্যাখ্যা করেঃ

  • আমরা C পাত্রের বাতাসকে P1 নলের সাহায্যে মুক্ত হওয়া চাইনা
  • আমরা B পাত্রের বাতাসকে P3 নলের সাহায্যে মুক্ত হওয়া চাইনা যেখানে পানি নিচে যেতে পারেনা
  • আমরা অবশ্যই P2 নল দিয়ে সরাসরি পানি প্রবাহ প্রতিরোধ করব, তাই এটি অবশ্যই C পাত্রের সাথে B পাত্রের উপরে যুক্ত করতে হবে
  • যদি P2 নলটি C পাত্রের নিচের সাথে যুক্ত করা হয়, তাহলে বায়ুচাপ B তে প্রবাহিত হতে পারবেনা

তথ্যসূত্র[সম্পাদনা]