১ কোর (পাকিস্তান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১ কোর
সক্রিয়১৯৫৭ - বর্তমান
দেশ পাকিস্তান
আনুগত্য পাকিস্তান সেনাবাহিনী
শাখাপাকিস্তান সেনাবাহিনীর একটি ফরমেশন
ধরনসেনাবাহিনীর কোর ফরমেশন (কয়েকটি ডিভিশন মিলে একটি কোর)
ভূমিকাবড় ধরনের যুদ্ধে জড়ানো
আকারআনুমানিক প্রায় ৫০,০০০ জন মানুষ (সকল সৈনিক, কর্মকর্তা এবং জেনারেলসহ)
কোর সদর-দপ্তরমংলা, মিরপুর, আজাদ-কাশ্মীর প্রদেশ, পাকিস্তান
ডাকনামপাকিস্তানি প্যাহলা কোর, মংলা কোর, শাবাশ কোর[১]

১ কোর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোর (কয়েকটি ডিভিশন মিলে তৈরি একটি কোর)। এই কোরটি ১৯৫৭ সালে তৈরি করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিভাজনের পর পাকিস্তান সেনাবাহিনী খুব সামান্য সৈনিক এবং কর্মকর্তা নিয়ে গঠিত হয়েছিলো, ছিলো মাত্র পাঁচটি ডিভিশন (পূর্ব পাকিস্তানে একটি সহ মোট ছ'টি) এবং সেনাবাহিনীর মোট সদস্যসংখ্যা তখন মাত্র পঞ্চাশ হাজার জনের চেয়ে কিছু বেশি ছিলো। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রথম সেনাপ্রধান ব্রিটিশ জেনারেল স্যার ফ্র্যাঙ্ক মেসার্ভি পাকিস্তান সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য অনেক চিন্তাভাবনা করতে থাকেন যে কীভাবে সমগ্র পাকিস্তানের সেনাবাহিনীকে সম্প্রসারণ করা যায়; তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা করছিলেন এবং সেজন্য পাকিস্তান সেনাবাহিনীর ৭ম, ৮ম, ৯ম, ১০ম এবং ১২তম ডিভিশনের (পশ্চিম পাকিস্তান) লোকবল বাড়ানোর কাজে মনোযোগ দিয়েছিলেন, পদাতিক রেজিমেন্ট সহ গোলন্দাজ, সাঁজোয়া এবং অন্যান্য আর্মস/সার্ভিসেসের জন্য জেনারেল মেসার্ভি অনেক নতুন রিক্রুট নেওয়ার ঘোষণা দেন, সেই সাথে পাকিস্তান মিলিটারি একাডেমীতে শুরু হয়ে যায় স্বাধীন পাকিস্তানের ক্যাডেট প্রশিক্ষণ।

১৯৫১ সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলে পাকিস্তান সেনাবাহিনীর জন্য ফিল্ড কোর বানানোর চিন্তা করেন যদিও পাকিস্তান সেনাবাহিনীর তখনো সত্যিকারের মত বড় ধরনের লোকবল তৈরি হয়নি; আইয়ুব পঞ্চাশের দশক জুড়ে পাকিস্তান সেনাবাহিনীতে নতুন নতুন ডিভিশন বানাতে থাকেন এবং ১৯৫৭ সালে ১৫তম পদাতিক ডিভিশন, ৮ম পদাতিক ডিভিশন এবং ১ম সাঁজোয়া ডিভিশন (পাকিস্তান সেনাবাহিনীর প্রথম পূর্ণাঙ্গ সাঁজোয়া ডিভিশন) নিয়ে তৈরি হয় ১ কোর এবং লেফটেন্যান্ট জেনারেল আজম খান কোর অধিনায়কের পদে বসেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে এই কোর অনেক ভালো দক্ষতা দেখায় লেঃ জেনারেল বখতিয়ার রানার অধীনে এবং ১৯৭১ সালের যুদ্ধে এই কোর ছিলো লেঃ জেনারেল এরশাদ আহমেদ খানের অধীনে। কোরটির সদর-দপ্তর প্রথমে পাঞ্জাব প্রদেশে ছিলো, পরে আজাদ-কাশ্মীর প্রদেশে স্থানান্তরিত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Azhar Abbasi promoted, posted as Mangla Corps Commander"pakobserver.net। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  2. "History of Pakistan Army"