স্নেহা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্নেহা
জন্ম
সুহাসিনী রাজারাম

(1981-10-12) ১২ অক্টোবর ১৯৮১ (বয়স ৪২)
পানরুটি, তামিলনাড়ু, ভারত
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০০-বর্তমান
দাম্পত্য সঙ্গীপ্রসন্ন (অভিনেতা) (বি. ২০১২)

স্নেহা (জন্মঃ ১৯৮১) হচ্ছেন ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী। মূলত তামিল চলচ্চিত্রে অভিনয়কারী স্নেহা ২০০০ সালে একটি মালয়ালম ভাষার চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন,[১] একই বছর তার অভিনীত তামিল চলচ্চিত্র এন্নাভালে মুক্তি পায় যেটাতে তিনি মাধবনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। ২০০১ সালের তামিল চলচ্চিত্র আনন্দম স্নেহাকে ছোটোখাটো পরিচিতি এনে দিয়েছিলো। ২০০১ সালে তার অভিনীত একটি তেলুগু চলচ্চিত্র মুক্তি পায় যেটি ছিলো তার অভিনীত প্রথম তেলুগু চলচ্চিত্র যার নাম ছিলো প্রিয়ময়না নিকু। এরপর তিনি বেশ কয়েকটি মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান।[২]

২০০২ সালের চলচ্চিত্র উন্নাই নিনাইদে (তামিল) এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জেতেন সহকারী অভিনেত্রী বিষয়শ্রেণীতে। এছাড়াও কর্মজীবনে স্নেহা 'বিজয় পুরস্কার', 'তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার', 'নন্দী পুরস্কার' পেয়েছিলেন।[৩]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Southern star Sneha completes 50 films"Daily News & Analysis। IANS। ৩০ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৮ 
  2. "Sneha and Prasanna Marriage"The Times of India। ১৪ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১২ 
  3. "Telugu Cinema Etc - Nandi award winners list 2004"। Idlebrain.com। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]