আরমা দত্ত
আরমা দত্ত | |
---|---|
একাদশ জাতীয় সংসদের ১১ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শহীদ ধীরেন্দ্রনাথ সড়কে পৈত্রিক বাড়ি, কুমিল্লা | ২০ জুলাই ১৯৫০
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | সঞ্জীব দত্ত (পিতা) মা প্রতীতি দেবী (মাতা) |
আত্মীয়স্বজন |
|
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ |
অ্যারোমা দত্ত একজন মুক্তিযোদ্ধা, মানবধিকার কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। সমাজসেবী ও নারীনেত্রী হিসেবে তিনি ২০১৬ সালে নারী উন্নয়ন ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় রোকেয়া পদক পেয়েছেন।[১][২][৩][৪][৫]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]আরমা দত্ত ২০ জুলাই ১৯৫০ সালে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ সড়কে তার পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা সঞ্জীব দত্ত 'পাকিস্তান অবজারভার' পত্রিকার সাংবাদিক ছিলেন। মা প্রতীতি দেবী হলেন চিত্রপরিচালক ঋত্তিক ঘটকের যমজ বোন।[৬][৭][৮]
শিক্ষাজীবন
[সম্পাদনা]আরমা দত্ত কুমিল্লা শহরের একটি আমেরিকান কনভেন্ট স্কুলে তিন বছর বয়সে লেখাপড়ার শুরু করেন। তিনি বাংলা মাধ্যমে কিছুদিন ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে লেখাপড়া করেন। তিনি ১৯৬৬ সালে মাধ্যমিক পাস করেন নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কুমিল্লা মহিলা কলেজ থেকে ১৯৬৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়ে ১৯৭৪ সালে স্নাতকোত্তর পাস করেন।[৬][৯]
কর্ম ও রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আরমা দত্ত কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। ১৯৭৫ সালে স্বামীর সাথে কানাডা প্রবাসী হন। ফেব্রুয়ারি ১৯৮০ সালে তিনি আবার বাংলাদেশে ফিরে ইউএসএআইডিতে প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নরওয়েজিয়ান এইড নোরাডে ছিলেন। তিনি ১৯৮৯ সালে প্রিপ ট্রাস্টে যোগ দিয়ে বর্তমানে তিনি প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক হিসেবে আছেন।
২০১২ সালে আরমা দত্ত হিন্দু বিবাহ নিবন্ধন আইনের খসড়া অনুযায়ী হিন্দু বিবাহের নিবন্ধনকে ঐচ্ছিক করার সমালোচনা করেন এবং এটিকে বাধ্যতামূলক করার দাবি জানান। তিনি বাংলাদেশে সংখ্য্যালঘুদের উপর হামলার প্রতিবাদ করে যাচ্ছেন এবং কক্সবাজারে বৌদ্ধদের উপর হামলাকারীদের শাস্তির দাবি করেছেন। তিনি অর্পিত সম্পত্তি আইন বিরুদ্ধে কথা বলছেন, যার কারণে ন্যায়সঙ্গতহীনভাবে ধর্মীয় সংখ্য্যালঘুরা লক্ষ্যে পরিণত হচ্ছে। তিনি দেশে আইনের সুষ্ঠু বাস্তবায়নই সংখ্য্যালঘুদের রক্ষা করার একমাত্র উপায় হিসেবে মন্তব্য করেন। ২০১৭ সালে আরমা দত্ত নির্বাচনকালে অরক্ষিত নির্বাচনী এলাকায় নিরাপত্তা বাহিনী নিয়োগের জন্য আহবান করেন। এক গোলটেবিল আলোচনার সময় তিনি নিম্নশ্রেণীর হিন্দু এবং প্রান্তিক সম্প্রদায়কে সামাজিক সুরক্ষা দিতে সরকারে কাছে আবেদন জানান।
আরমা দত্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১১ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[১০] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।[১১][১২][১৩][১৪][১৫][১৬]
সম্মাননা
[সম্পাদনা]তিনি নারী জাগরণে অবদানের কারণে ২০১৬ সালে তিনি বেগম রোকেয়া পদক লাভ করেন। ১৩ মে, ২০১৭ সালে তিনি তার পিতার পক্ষে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক দানবীর রনদা প্রসাদ স্মৃতি সম্মাননা এবং স্বর্ণ পদক গ্রহণ করেন।
পারিবারিক জীবন
[সম্পাদনা]আরমা দত্তের দাদু ধীরেন্দ্রনাথ দত্ত আর একমাত্র ছোট কাকা দীলিপ দত্ত দুজনেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে মৃত্যুবরণ করেন।[১৭][১৮][১৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। ২২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৪৯ জন"। কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"। একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "রাজনীতি আর উন্নয়ন মুদ্রার এপিঠ-ওপিঠ : আরমা দত্ত"। দৈনিক জাগরণ। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ ক খ "কে এই আরমা দত্ত?"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "আরমা দত্ত -Deshebideshe"। www.deshebideshe.com। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "কুমিল্লা থেকে মনোনয়ন পেলেন আরমা দত্ত ও আঞ্জুম সুলতানা সীমা – আলোকিত বাংলাদেশ"। www.alokitobangladesh.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "আ'লীগের সাংসদ হচ্ছেন আরমা, সুবর্ণাসহ ৪১ জন"। www.jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী এমপি নির্বাচিত"। দৈনিক যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংরক্ষিত নারী আসনে এমপি হলেন যারা"। যুগান্তর। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি"। ঢাকা ট্রিবিউন। ২০১৯-০২-২০। ২০২০-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "সংরক্ষিত আসন থেকে যারা এমপি হলেন"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ রিপোর্টার, স্টাফ। "ফজলে রাব্বী প্রধান উপদেষ্টা, টুকু সভাপতি, আরমা দত্ত সহ-সভাপতি"। ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "রোকেয়া পদক পাচ্ছেন আরমা দত্ত, নাসিমা বানু"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "এমপি হলেন ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত"। Bangladesh Today (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "সংরক্ষিত নারী আসনে কুমিল্লা থেকে মনোনয়ন পেলেন আরমা দত্ত ও সীমা"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
- ↑ "আরমা দত্ত"। gunijan.org.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৫০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কুমিল্লা জেলার রাজনীতিবিদ
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- বাংলাদেশী সক্রিয় নারী কর্মী
- বাংলাদেশী মানবাধিকার কর্মী
- বেগম রোকেয়া পদক বিজয়ী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ
- বাংলাদেশী নারী পণ্ডিত
- বাংলাদেশী হিন্দু
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য