দেশ অনুযায়ী জরাথুস্ট্র ধর্মাবলম্বী
অবয়ব
২০১২ সালে উত্তর আমেরিকা জরাথুস্ট্র সংগঠনের পাক্ষিক সাময়িকী বিশ্বব্যাপী জরাথুস্ট্র জনগোষ্ঠীর লোকসংখ্যাত পরিসংখ্যান প্রকাশ করে।[১] এই হিসাব অনুসারে বিশ্বে ১,১১,৬৯১-১,২১,৬৯২ জন জরাথুস্ট্র ধর্মাবলম্বী বাস করে।[১] এদের প্রায় অর্ধেকই বাস করে ভারত ও ইরানে।
দেশ | জনসংখ্যা (২০১২)[১] |
---|---|
ভারত | ৬১,০০০ |
ইরান | ১৫,০০০-২৫,২৭১ |
যুক্তরাষ্ট্র | ১৪,৪০৫ |
কানাডা | ৬,৪৪২ |
যুক্তরাজ্য | ৫,৫০০ |
অস্ট্রেলিয়া | ২,৫৭৭ |
পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশসমূহ | ১,৯০০ |
পাকিস্তান | ১,৬৭৫ |
নিউজিল্যান্ড | ১,২৩১ |
ইউরোপ ও মধ্য এশিয়া | ১,০০০ |
বিশ্ব | ১,১১,৬৯১-১,২১,৬৯২ |
ইরাকি কুর্দিস্তানের জরাথুস্ট্র ধর্মাবলম্বীরা দাবি করেন যে ঐ অঞ্চলের অনেক ব্যক্তি সম্প্রতি জরাথুস্ট্র ধর্ম গ্রহণ করেছে।[২] কিন্তু, স্বাধীন সূত্রে এই কথার সত্যতা যাচাই করা সম্ভব হয় নি।[৩] ইরাকে লক্ষাধিক ইয়াজিদি, শাবাজি ও ইয়ারসানিদের ধর্মে প্রাক ইসলামি ধর্মগুলোর ও জরাথুস্ট্র ধর্মের প্রভাব বিদ্যমান। জরাথুস্ট্র ধর্মের সাথে এসব ধর্মের সাদৃশ্য বিদ্যমান বলে কখনো কখনো গবেষণা কর্মে ও জনসংখ্যা বিষয়ক গবেষণায় এদের জরাথুস্ট্র ধর্মের আওতাধীন হিসেবে ধরা হয়ে থাকে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ Rivetna, Roshan। "The Zoroastrian World A 2012 Demographic Picture" (পিডিএফ)। Fezana.org।
- ↑ "Hamazor Issue #2 2017: "Kurdistan reclaims its ancient Zoroastrian Faith" (পিডিএফ)। Hamazor। ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Zoroastrian faith returns to Kurdistan in response to ISIL viole"। Rudaw। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৫।