দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ
প্রতীক বা লোগো
ধরন
ধরন
নেতৃত্ব
প্রধান নির্বাহী পরিষদ
মাধব দেউরি [১]
আসন২০ পরিষদ
নির্বাচন
১৮টি কেন্দ্র
২ জন মনোনীত
সভাস্থল
নারায়ণপুর
ওয়েবসাইট
https://www.dacassam.org.in/

দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ (ডিএসি) হল ভারতের আসাম রাজ্যের একটি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ ।

ইতিহাস[সম্পাদনা]

দেউরি স্বায়ত্তশাসি পরিষদ ২০০৫ সালে আসম সরকার এবং দেউড়ি জনগণের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তির পরে প্রতিষ্ঠিত হয়েছিল। [২] দেউরি পরিষদের প্রথম নির্বাচন ২০০৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।

গঠন[সম্পাদনা]

দেউরি স্বায়ত্তশাসিত পরিষদের ২০ জন সদস্য রয়েছে যার মধ্যে ১৮ জন নির্বাচিত হন এবং ২ জন আসাম সরকার দ্বারা মনোনীত হন। নির্বাচিত আসনের মধ্যে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য এবং তিনটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। পরিষদের নেতৃত্বে একজন প্রধান নির্বাহী পরিষদ বর্তমানে মাধব দেউরি। [৩]

গ্রাম পরিষদ[সম্পাদনা]

এই গ্রামে দশ সদস্যের একটি পরিষদ নির্বাচন করে যার মধ্যে কমপক্ষে পাঁচ জন অবশ্যই দেউরি সম্প্রদায়ের এবং কমপক্ষে একজন মহিলা। প্রতিটি গ্রাম পরিষদ নেতৃত্বে থাকে একজন রাষ্ট্রপতি। [৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]