আনাস ইবনে নাদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনাস ইবনে নাদার (আরবী: ﺍﻧﺲ ﺑﻦ ﻧﻀﺮ) ইসলামের নবী মুহাম্মদ স. এর একজন সাহাবা। তিনি আনসার বনু খাজরাজ গোত্রের লোক এবং আনাস ইবনে মালিক এর চাচা ছিলেন।[১]

জন্ম পরিচয়[সম্পাদনা]

আনাস ইবনে নাদারের জন্ম তারিখ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়না। তার পিতার নাম নাদার ইবন দাম দাম। আনাস ইবনে মালিক বলতেন, তার নাম তার চাচা নাদারের নামে রাখা হয়েছিলো। নবী মুহাম্মাদ স. এর দাদা আবদুল মুত্তালিবের মা সালমা বিনতু ‘আমর ছিলেন আনাস ইবন নাদারের ফুফু। আনাস ইবন নাদর তার গোত্রের রায়িস বা নেতা ছিলেন। তার বোন রুবাইয়্যা’ বিনতু নাদার এবং মা সাহাবা ছিলেন।

ইসলাম গ্রহণ ও বদরের যুদ্ধ[সম্পাদনা]

আনাস ইবন নাদর শেষ ‘আকাবায় ইসলাম গ্রহণ করেন। কোন অজ্ঞাত কারণে আনাস ইবন নাদর বদরের যুদ্ধে যোগদান করতে পারেননি। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সা. মদীনায় ফিরে এলে তিনি তাঁর সামনে হাজির হয়ে অনুতাপের সুরে বললেন:

"হে আল্লাহর রাসূল! আপনি মূর্তি পূজারী দের বিরুদ্ধে যে প্রথম যুদ্ধ লড়েছেন সেখানে আমি অনুপস্থিত ছিলাম। যদি (আল্লাহ) আমাকে একটি সুযোগ দেন মূর্তিপূজকদের বিরুদ্ধে লড়াই করার, তাহলে আল্লাহ দেখবে কীভাবে (সাহসিকতার) সাথে আমি লড়াই করি।".

— সহীহ আল বুখারী, কিতাব আল জিহাদ, ২৮০৫ এবং ২৮০৬

উহুদের যুদ্ধে যোগদান ও মৃত্যু[সম্পাদনা]

উহুদের যুদ্ধ তৃতীয় হিজরি সনে অনুষ্ঠিত হয়। আনাস সম্পর্কে সা'দ বলেন, "সেদিন তিনি যা করলেন, আমি তা করতে পারিনি"। বালাজুরী এর মতে সুফাইয়ান ইবন উয়াইফ আনাসকে হত্যা করেন।

ইবন ইসাহক এর বর্ণনা অনুসারে উমার ইবনুল খাত্তাব ও তালহা ইবন ‘উবাইদুল্লাহ মুহাজির আনসারদের সাথে হাত গুটিয়ে বসে আছেন। আনাস সেখানে উপস্থিত হয়ে জানতে চান তারা হাত গুটিয়ে বসে আছেন কেন? তারা জানান, রাসূলুল্লাহ নিহত হয়েছেন। আনাস বলেন, "তিনি যদি মারাই গিয়ে থাকেন, আপনারা বেঁচে থেকে কী করবেন? উঠুন, রাসূলুল্লাহ (সা ) যে পথে জীবন দিয়েছেন আপনারাও সে পথে জীবন দিন"। এরপরে শত্রু বাহিনীর ওপর ঝাপিয়ে পড়েন।

তিনি উহুদের যুদ্ধে বহুঈশ্বরবাদীদের বিরুদ্ধে শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করেছিলেন। তার শরীরের আশিটিরও বেশি তলোয়ার ও তীরের আঘাত পাওয়া যায়। আঙুল দেখে তার বোন তার মৃতদেহ শনাক্ত করে।[২][৩][৪] কুরআনে তার মতো লোকদের সম্পর্কে বলা হয়েছেঃ

"মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদ পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে".[৫]

— Quran, সূরা আহযাব, ৩৩:২৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hazrat Anas Bin An Nadr (R.A)"Janathimessage.co.uk। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২২ 
  2. "Hadith - Book of Fighting for the Cause of Allah (Jihaad) - Sahih al-Bukhari - Sunnah.com - Sayings and Teachings of Prophet Muhammad (صلى الله عليه و سلم)"Sunnah.com। ২০১২-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২২ 
  3. "Hadith - The Book on Government - Sahih Muslim - Sunnah.com - Sayings and Teachings of Prophet Muhammad (صلى الله عليه و سلم)"Sunnah.com। ২০১২-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২২ 
  4. "Hadith - The Book of Jihad - Riyad as-Salihin - Sunnah.com - Sayings and Teachings of Prophet Muhammad (صلى الله عليه و سلم)"Sunnah.com। ২০১২-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২২ 
  5. "সূরা আল আহযাব [33:23] - Al-Qur'an al-Kareem - القرآن الكريم"Quran.com। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২২