ইসমাত জাহান
ইসমাত জাহান | |
---|---|
ইউরোপীয় ইউনিয়নের ইসলামী সহযোগিতা সংস্থার স্থায়ী পর্যবেক্ষক মিশন এর প্রধান | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় জুলাই ২০১৬ | |
পূর্বসূরী | আগশিন মেহদীদেভ |
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি | |
কাজের মেয়াদ ২০০৭ – ২০০৯ | |
রাষ্ট্রপতি | ইয়াজউদ্দিন আহম্মেদ |
পূর্বসূরী | ইফতেখার আহমেদ চৌধুরী |
উত্তরসূরী | আবুল কালাম আব্দুল মোমেন |
নেদারল্যান্ডসে বাংলাদেশ রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ ২০০৫ – ২০০৭ | |
পূর্বসূরী | লিয়াকত আলী চৌধুরী |
উত্তরসূরী | মিজানুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬০ বাংলাদেশ |
ইসমাত জাহান (জন্ম ১৯৬০) ইউরোপীয় ইউনিয়নে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর স্থায়ী পর্যবেক্ষক। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত, তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বেলজিয়াম লুক্সেমবার্গ, এবং ইউরোপীয়ান কমিউনিটিস-এ দায়িত্বপালন করেছেন এবং ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।[১]
শিক্ষা
[সম্পাদনা]বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে (পররাষ্ট্র বিষয়ক) ১৯৮২ সালে তিনি কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে, তিনি ফ্লেচার স্কুল, ফ্লেচার স্কুল, টাফ্টস ইউনিভার্সিটি থেকে আইন এবং কূটনৈতিক বিষয়ে এম এ করেছেন, ক্রস নিবন্ধিত কোর্স নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন সার্ভিসের ফেলোও ছিলেন।
কূটনৈতিক কর্মজীবন
[সম্পাদনা]তার কূটনৈতিক কর্মজীবনে, ইসমাত জাহান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি নিউইয়র্ক সিটি, জেনেভা, এবং নয়া দিল্লিতে বাংলাদেশের বিদেশে স্থায়ী মিশনসমূহে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫-২০০৭ পর্যন্ত তিনি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের পূর্বে,[২] তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ-এর এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহু-বৈদেশিক অর্থনৈতিক বিষয়ক উইংস এর।
জুলাই ২০১৬-এ, তিনি ইউরোপিয়ান ইউনিয়নে ওআইসি-এর স্থায়ী পর্যবেক্ষক মিশন প্রধান হিসাবে নিযুক্ত হন।[৩]
বিবাহ
[সম্পাদনা]তিনি নেদারল্যান্ডস এর অধিবাসী ইউনিভার্সিটি ক্যাথলিক ডি লোভেন, বেলজিয়াম এর আরবি ভাষার অধ্যাপক জোহানেস ডেঞ্জ হিজারকে বিয়ে করেন। তার এই বিয়ে ছিল প্রথমবারের মত একজন বাংলাদেশী কূটনীতিকের সাথে এক অ-বাংলাদেশী নাগরিকের বিয়ে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ A Directory of World Leaders & Cabinet Members of Foreign Governments: 2008
- ↑ Ismat Jahan appointed Permanent Representative, Permanent Mission of ... United News of Bangladesh - May 14, 2007
- ↑ "Bangladesh diplomat Ismat Jahan to lead OIC in European Union"। bdnews। ২৭ জুন ২০১৬। ৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৯।
- নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত
- বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত
- লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ১৯৬০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী নারী কূটনীতিক
- নারী রাষ্ট্রদূত
- জাতিসংঘের বাংলাদেশের কর্মকর্তারা
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
- নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত
- জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য দূরীকরণ কমিটির সদস্য
- বাংলাদেশী কূটনীতিবিদ