নার্গিস (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নার্গিস
نرگس
জন্ম
ঘাযালা শাহ

১১ আগস্ট ১৯৭৬
পেশাঅভিনেত্রী, মঞ্চ নৃত্যশিল্পী, উপস্থাপক, কৌতুক অভিনেত্রী
কর্মজীবন১৯৯৩-২০১৮
উল্লেখযোগ্য কর্ম
দাম্পত্য সঙ্গীসৈয়দ যুবায়ের
সন্তান২ জন

নার্গিস (উর্দু: نرگس) একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী এবং মঞ্চ নৃত্যশিল্পী। তিনি ১৯৯৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার চলচ্চিত্র কর্মজীবনের ১০৮টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবং ২০১৬ সালে দেশের সর্বশ্রেষ্ঠ বেতনভোগী শিল্পী ছিলেন তিনি। [১] তিনি সংগীত বিষয়ে রোমান্টিক চলচ্চিত্র ছুরিয়ান অভিনয় তাকে ব্যাপক পরিচিত করে তোলে। যা সব সময় সর্বোচ্চ আবেদনময়ী সামাজিক ছায়াছবির মাঝে স্থান পায়। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ইন্টারন্যাশনাল লুটারয়ে (১৯৯৪), ঘন্দ রাজ (১৯৯৪), সোহা জোরা (২০০৭), এবং দুশমন রানী (২০১৪)।

নির্বাচিত চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভাষা
1983 জোহর কি বেহেন পাঞ্জাবি
1994 ইন্টারন্যাশনাল লুটারয়ে উর্দু / পাঞ্জাবি
1994 ঘুন্দ রাজ পাঞ্জাবি
1994 ডান্ডা পিয়ার
1995 ম্যাডাম রানী পাঞ্জাবি
1995 মইন নে পিয়ার কিয়া
1995 শরতিয়া মিঠাই
1996 আওয়া পিয়ার কারেন
1996 মমি
1997 মাফিয়া
1997 কুরি মুন্ডা রাজি
1998 Choorian পাঞ্জাবি
1998 Dopatta
1999 হাওয়া কি বেটি
2000 লং দা লস্কর
2000 ইয়ার বাদশাহ
2002 বব্বু খান
2004 দমন ওর চিংড়ি
2007 সোহা জোরা
2007 ঘুদি রানু
2009 আজ কি লারকি
2009 সুহাগান
2014 নাসীবো [২]
2014 দুশমন রানী [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nargis turns out to be the highest paid stage artist in Lahore."The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-০৮। 
  2. https://www.imdb.com/title/tt4343830/?ref_=nm_flmg_act_2, Nargis in film 'Naseebo' (2014) on IMDb website, Retrieved 19 February 2017
  3. "Back in action: Nargis to get in shape for comeback film"The Express Tribune। ২৯ মার্চ ২০০২। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]