উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/ব্যবহারকারীর দলগত অধিকার সম্প্রসারণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিচের আলোচনা বন্ধ করা হয়েছে। অনুগ্রহ করে এটি পরিবর্তন করবেন না। মন্তব্যের জন্য একটি নতুন আলোচনা শুরু করুণ।
ফাইল স্থানান্তরকারীকে suppressredirect দেয়া হলো

মন্তব্যের জন্য নিম্নলিখিত অনুরোধ বন্ধ করা হয়েছে। এই অনুরোধটি সফলভাবে সমাধান করা হয়েছে।

মনোনয়ন[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ায় ব্যবহারকারীদের দলগত অধিকার ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক এবং রোলব্যাকার সম্প্রসারণ করা হোক।

সমস্যা[সম্পাদনা]

১. যেহেতু বাংলা উইকিপিডিয়ায় সম্পাদন টহল চিহ্নিত করা স্বয়ংক্রিয় আছে, সেই কারণে শুধু মাত্র স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার থাকা ব্যবহারকারীদের সম্পাদন ও তৈরি করা পাতা গুলো স্বয়ংক্রিয় ভাবে টহল চিহ্নিত হয়, এবং অন্য ব্যবহারকারীদের সম্পাদন গুলো অন্য ব্যবহারকারীকে টহল চিহ্নিত করতে হয়।

২. যেহেতু বাংলা উইকিপিডিয়ায় কোনা পাতা স্থানান্তরকারী দলগত অধিকার স্বয়ংক্রিয় নেই তাই সব সময় পুনর্নির্দেশ করে পাতা স্থানান্তর করতে হয়।

কি করা যেতে পারে[সম্পাদনা]

১. ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক এবং রোলব্যাকের সাথে autopatrol (শুধু মাত্র সম্পাদন স্বয়ংক্রিয় ভাবে টহল হবে, নতুন তৈরি করা পাতায় নয়) সংযুক্ত করা হোক।

২. suppressredirect, move-subpages এবং move-categorypages ফাইল স্থানান্তরকারীর সাথে সংযুক্ত করা হোক।

মন্তব্য[সম্পাদনা]

  • ১ম প্রস্তাবে সমস্যা আছে। যতদূর জানি autopatrol যোগ হলে ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক এবং রোলব্যাকদের "স্বয়ংক্রিয় পরীক্ষক" অধিকার না থাকলেও তাঁদের নতুন তৈরি করা পাতাগুলিও স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়ে যাবে। আপনি যেটা বলতে চাইছেন তা বোধহয় autoreview, তা ইতিমধ্যে সকলের আছে (অ্যাকাউন্টের বয়স ৪ দিন ও ১০টি সম্পাদনা করলেই এটা স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায়)। ১ম প্রস্তাব না। ২য় প্রস্তাবে ফাইল স্থানান্তরকারীর সাথে move-subpages এবং move-categorypages (বিষয়শ্রেণী স্থানান্তর ইতিমধ্যে সকলে করতে পারেন) দরকার নাই, তবে suppressredirect যোগ করা যেতে পারে, এতে আপত্তি নাই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৫, ২৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
    @আফতাবুজ্জামান: বাংলা উইকিতে টহল কার্যকারিতা সমস্ত নতুন পাতা ও সমস্ত সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় করা হয়েছে। আমার প্রস্তাব ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক এবং রোলব্যাকের দের জন্য সমস্ত নতুন পাতার জন্য স্বয়ংক্রিয় ও সমস্ত সম্পাদনের জন্য নিষ্ক্রিয় করা হোক তাহলে সম্পাদন টহল করতে হবেনা। move-subpages হচ্ছে উপপাতা স্থানান্তর যা বর্তমানে শুধু প্রশাসকদেরই আছে। জনি (আলাপ) ২০:২৬, ২৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
এবার বুঝলাম না সম্পাদনা টহল কার্যক্রম কেন এই তিন দলের জন্য রেখে বাকীদের জন্য বন্ধ করা দরকার। যত বেশী হবে ততই তো ভালো। আবার নতুন তৈরি পাতা স্বয়ংক্রিয়ভাবে এই তিন দলের জন্য টহল দেয়া হয়েছে (পরীক্ষিত) চিহ্নিত করার পক্ষে না, এই তিন দলভুক্তদের সবাই যে ভালো নতুন নিবন্ধ বানায় তা কিন্তু না, ফলে এটা করা হলে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাওয়ার জন্য যে গুণাবলীর দরকার হয় তা এই তিন দলের অধিকার পাওয়ার জন্য গুণাবলীর সাথে অতিরিক্ত হিসেবে যোগ হবে। ফলে কেউ রোলব্যাক অধিকার চাইলে তাঁকে একই সাথে ভালোমানের নিবন্ধ তৈরির যোগ্যতা অর্জন করতে হবে। আমরা আরো বিষয়টাকে জটিল করছি। তাই আমি বর্তমানের যে রকম আছে তা রেখে দেয়ার পক্ষে, কোন কিছু পরিবর্তনের দরকার নাই।
আর move-subpages দরকার নাই বলেছি কারণ এটা কেন ফাইল স্থানান্তরকারীর দরকার তা এখনো বুঝি নাই। ছবি উপপাতা আকারে আপলোড করা হয় না, বা যদি করাও হয় তা উপপাতার মত স্থানান্তরিত হবে না। উদাহরণ দিচ্ছি: ধরুন আপনি উপপাতার মত চিত্র:উদাহরণ.jpg, চিত্র:উদাহরণ/১.jpg, চিত্র:উদাহরণ/২.jpg নামে আপলোড করলেন। এবার আপনি চিত্র:উদাহরণ.jpg কে অন্য নামে নিতে চাচ্ছেন, আপনি স্থানান্তর করতে গেলে বাকী দুইটা উপপাতা হিসেবে আসবে না কারণ ওগুলি উপপাতা না। এই তিনটা ফাইল স্থানান্তর করতে হলে আপনাকে আলাদা আলাদাভাবে করতে হবে। এই কারণেই এটা দরকার নাই বলেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১১, ২৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমি শুধু সম্পাদনা টহল কার্যক্রম এই তিন দলের বন্ধ করে বাকীদের জন্য রাখতে বলেছি, কেননা যারা এই তিন দলের অন্তর্ভুক্ত তারা অবশ্যই বিশস্ত যাদের সম্পাদনা টহলের প্রয়জন নেই। তবে তাঁদের নতুন তৈরি করা পাতা অবশ্যই টহল (পরীক্ষিত) চিহ্নিত করতে হবে।
move-subpages যুক্ত করার জন্য বলেছি কেননা আমাদের পাতা স্থানান্তরকারী নেই তাই ফাইল স্থানান্তরকারী দুটোই করতে পারবে। যেমন, "টেমপ্লেট:মন্তব্যের অনুরোধ" স্থানান্তর করার সময় সংযুক্ত "টেমপ্লেট:মন্তব্যের অনুরোধ/ব্যবহার" এবং "টেমপ্লেট:মন্তব্যের অনুরোধ/ব্যবহার/সময়" স্থানান্তর করতে এটি লাগে। move-subpages সুভিদে না থাকলে শুধু আলাপ পাতা স্থানান্তর হয়। জনি (আলাপ) ০৫:১৫, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
শুরুতে যতদূর জানি... অংশটুকু আবার একটু দেখুন। এটা কারিগরিভাবে মনে হয় না সম্ভব কেননা এই দলের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত করতে autopatrol যোগ করলে তাদের তৈরি নতুন পাতাগুলিও পরীক্ষিত হয়ে যাবে আবার তাদের তৈরি নতুন পাতা স্বয়ং পরীক্ষিত না চাইলে autopatrol সরাতে হবে ফলে আবার তাদের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ০৫:৩৮, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এখন বাংলা উইকিতে টহল কার্যক্রম নিচে যেভাবে দেয়া সেই ভাবে স্বয়ংক্রিয়।

$wgUseFilePatrol = true;
$wgUseRCPatrol = true;
$wgUseNPPatrol = true;

আমি তিন দলের জন্য টহল কার্যক্রম নিচে যেভাবে দেয়া সেই ভাবে LocalSettings.php তে স্বয়ংক্রিয় করতে প্রস্তাব করেছি।

নিরীক্ষক এবং রোলব্যাকার

$wgUseFilePatrol = true;
$wgUseRCPatrol = false;
$wgUseNPPatrol = true;

ফাইল স্থানান্তরকারী

$wgUseFilePatrol = false;
$wgUseRCPatrol = false;
$wgUseNPPatrol = true;

আপনি আরো বিস্তারিত এখানে পেতে পারেন। জনি (আলাপ) ০৮:৪৪, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বুঝলাম না, সেখানে তো বলা হয়েছে যদি $wgUseRCPatrol false-এ সেট করা হয় তাহলে সাম্প্রতিক পরিবর্তনে অপরীক্ষিত সম্পাদনার পাশে আশ্চর্যবোধক চিহ্ন দেখাবে না। কিন্তু অপরীক্ষিত তো অপরীক্ষিতই থাকবে। ব্যবহারকারী দল সম্পর্কিত নির্দেশনা এই পাতা সম্ভবত এটি। আর আমার মন্তব্য হল আমি অপ্রশাসকদের জন্য একই দলে ভিন্ন রকমের অধিকার থাকার পক্ষে নই, প্রয়োজনে নতুন দল যোগ করা যেতে পারে যেমন- পাতা স্থানান্তরকারী, টেমপ্লেট সম্পাদক, অপব্যবহার ছাঁকনি ব্যবস্থাপক। — Ahmad ০৯:৩৯, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
যদি বিশেষ কোনো দলের জন্য $wgUseRCPatrol = false সেট করা থাকে তবে সেই দলগুলোর ব্যবহারকারীদের সম্পাদন টহল (পরীক্ষিত) চিহ্নিত করতে হবেনা। জনি (আলাপ) ১৩:৪৩, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]