মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ Mazid Jarina Foundation School and College | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
প্রতিষ্ঠাকাল | ২০ ডিসেম্বর ২০১৩[১] |
প্রতিষ্ঠাতা | এ.কে.এম শহিদুল[১] |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
বিদ্যালয় জেলা | শরিয়তপুর জেলা |
কর্তৃপক্ষ | মজিদ জরিনা ফাউন্ডেশন |
বিদ্যালয় কোড | ৬০৬১ |
কলেজ কোড | ৬০২৮ |
ইআইআইএন | ১৩৬৮২৫ |
শিক্ষার্থী সংখ্যা | ৩৫০০ জন[১] |
ওয়েবসাইট | www |
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ (ইংরেজি: Mazid Jarina Foundation School and College) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।[১][২][৩] প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।[৩]
ইতিহাস
[সম্পাদনা]২০১৩ সালে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ স্থাপিত হয়। ২০১৩ সালের ডিসেম্বর মাসে ভবন উদ্বোধন করা হয় এবং ২০১৪ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।[৪]
নামকরণ
[সম্পাদনা]প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ.কে.এম শহিদুল তার মরহুম পিতা জনাব আব্দুল মজিদ ও মরহুমা মাতা জরিনা খাতুন-এর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করেন।[৪]
অবকাঠামো
[সম্পাদনা]- ০৫টি ল্যাবরেটরিজ রয়েছে।[৫] এগুলো হলো:
- পদার্থবিজ্ঞান ল্যাব
- রসায়ন ল্যাব
- জীববিজ্ঞান ল্যাব
- গণিত ল্যাব
- কম্পিউটার ল্যাব
- ০৩টি ভবন রয়েছে।[৫] এগুলো হলো:
- মাধ্যমিক একাডেমিক ভবন
- উচ্চ মাধ্যমিক একাডেমিক ভবন
- প্রশাসনিক ভবন
যাতায়াত সুবিধা
[সম্পাদনা]নড়িয়া, শরীয়তপুর, বিঝারী ও জাজিরা রুটে চলমান ০৪টি নিজস্ব বাস রয়েছে।[৫]
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]প্রতিষ্ঠানটিতে পাঠক্রম ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি পাঠক্রম বহির্ভূত শিক্ষার সুযোগ আছে। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বাংলা ও ইংরেজী উভয় বিতর্কে অত্র প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় স্থান দখল করার কৃতিত্ব অর্জন করেছে।[৪][৩]
প্রতিষ্ঠানটিতে মোট ১০টি ক্লাব রয়েছে।[৪] এগুলো হলো:
- বিতর্ক ও বক্তৃতা ক্লাব
- সাংস্কৃতিক ক্লাব
- বিজ্ঞান ও গবেষণা ক্লাব
- গণিত অলিম্পিয়াড ক্লাব
- ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
- বাংলা ভাষা ও সাহিত্য ক্লাব
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কুইজ ক্লাব
- আইসিটি ক্লাব
- স্পোর্টস ও শৃংখলা ক্লাব
- ফটোগ্রাফি ও ফাইন আর্টস ক্লাব।ফটোগ্রাফি
- ফাইন আর্টস ক্লাব
এছাড়া প্রতিষ্ঠানটি প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সকল জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন করে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর"। প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১।
- ↑ নিজস্ব প্রতিনিধি (২০২৩-০২-০৮)। "মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জিপিএ-ফাইভের রেকর্ড"। বাংলা ভিশন। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১।
- ↑ ক খ গ এস এম মজীবুর রহমান (২০২২-১০-১৬)। "ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান-মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১।
- ↑ ক খ গ ঘ "প্রতিষ্ঠাতা মহোদয়ের বাণী"। প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০১।
- ↑ ক খ গ "Mazid Jarina Foundation School & College | Welcome..."। www.mjfsc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৪।