বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Emon Hossain Raihan/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডাটা ভিজুয়্যালাইজেশন মূলত ডাটা তৈরি এবং প্রদর্শন করার প্রক্রিয়া। তথ্য উপাত্ত কে সুন্দর ও কার্যকারি করার জন্য ডাটা ভিজুয়্যালাইজেশনের প্রয়োজনীয়তা অনেক। চিত্র সংযোজন ছাড়াও পরিসংখ্যানের জ্ঞান ব্যবহার করে ডাটার মধ্যে সম্পর্ক গুলোকে দেখানোই এটির প্রধান কাজ। সংখ্যাসূচক তথ্যকে মানুষের বোধগম্য করার জন্য রেখা,চার্ট,ছক ও সারনির মাধ্যমে প্রকাশ করা হয়। ভালো ভিজুয়্যালাইজেশন পারে ডাটা এনালাইসিসের কাজকে সহজতর করতে। যার সাহায্যে অনুরূপ ডাটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরা যায়। চার্ট সাধারণত ডাটার মধ্যে থাকা সম্পর্ক তুলে ধরতে ব্যবহার করা হয়। সাধারণত বর্ণনামূলক তথ্য গুলোকে ডাটা ভিজুয়্যালাইজেশন এর প্রক্রিয়ায় উপস্থাপন করা হয়।