আরওয়া বিনতে কুরাইজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরওয়া বিনতে কুরাইজ
মৃত্যু
পরিচিতির কারণউসমান ইবনে আফফান এর মা, একজন সাহাবা
দাম্পত্য সঙ্গীআফফান ইবনে আবুল আস
উক্ববা ইবনে আবু মুয়ায়েত
সন্তান[[উসমান ইবনে আফফান]]
(অন্যান্য)
পিতা-মাতাকুরাইজ ইবনে রাবিয়াহ
উম্মে হাকিম বিনতে আব্দুল মুত্তালিব

আরওয়া বিনতে কুরাইজ ( আরবি: أروى بنت كريز ) ছিলেন উসমান ইবনে আফফানের মা। [১]

উৎপত্তি[সম্পাদনা]

আরওয়া কুরাইজ ইবনে রবিয ইবনে হাবিব আব্দ শামস ইবনে আব্দ মানাফের কন্যা ছিলেন। কুরাইশের উপ-গোষ্ঠী ছিলো বানু আব্দ-শামস গোত্র। [২] আওয়ারার মা ছিলো উম্মে হাকীম বিন আব্দুল মুত্তালিব, তাই আওয়াওয়া সম্পর্কে নবী মুহাম্মদের ফুুুফাতো বোন ছিলেন।

সন্তান[সম্পাদনা]

আওয়ার বিয়ে হয় আফফান ইবনে আবী আল-এর সাথে। উসমান ও আমীনা তাদের সন্তান। আফফানের মৃত্যুর পরে আরওয়া উকবা ইবনে আবু মুয়ায়েতকে বিয়ে করে। আল-ওয়ালীদ, আম্মারা, খালিদ, উম্মে কুলসুম, উম্মে হাকিম ও হিন্দ তাদের সন্তাান।[৩]

জীবনী[সম্পাদনা]

আরাওয়া বিন কুরুয়েজ ইসলাম গ্রহণ করেন এবং তার মেয়ে উম্মে কুলসুম বিন উকবার পরে মদিনা চলে যান। তিনি ইসলামের নবী মুহাম্মাদের আনুগত্য করেন এবং মদিনায় থেকে যান মৃত্যু পর্যন্ত। তিনি যখন মারা যান তখন তার পুত্র উসমান খিলাফতের দ্বায়িত্ব পালন করছেন।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ibn Hajar al-Asqalani। Lisan Al-Mizan: *Uthman bin al-Affan 
  2. al-Maqdisi, Abd al-Ghani (২০০৪)। Short Biography of the Prophet & His Ten Companions। Darussalam। পৃষ্ঠা 73। 
  3. ibn Sa'd, Muhammad (১৯৯৫)। Kitab at-Tabaqat al-Kabir। Ta-Ha Publishers। আইএসবিএন 978-1-897940-24-2