বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অফিস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের লোগো
সংস্থার রূপরেখা
গঠিত১৯৭১
ধরনসরকারী সংস্থা
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
সংস্থা নির্বাহী
  • মোঃ শাহ আলম, পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
মূল বিভাগপ্রতিরক্ষা মন্ত্রণালয়
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (সংক্ষেপেঃবিএমডি) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি সংস্থা, যা দেশে আবহাওয়া বিষয়ক কার্যক্রম পরিচালনা করে। আবহাওয়া উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাস পদ্ধতির মান-উন্নয়নসহ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য অধিকতর নির্ভুল তথ্য প্রদান এবং আবহাওয়া পর্যবেক্ষণাগারসমূহের পরিচালনা ও ব্যবস্থাপনা এবং রাডার, উপগ্রহ কেন্দ্র ও কৃষি আবহাওয়া-সংক্রান্ত টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আধুনিক কৃষি-ব্যবস্থাপনার বিকাশে সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৮৬৭ সালে সর্বপ্রথম দেশের আবহাওয়া কার্যক্রম পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। পরবর্তিতে ১৯৪৭ সালে এ সংস্থাটি নাম পরবর্তন করে পাকিস্তান আবহাওয়া সার্ভিস করা হয় এবং সর্বশেষ ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর এটি বাংলাদেশ আবহাওয়া বিভাগ হয়ে ওঠে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও দপ্তরসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৪ 
  2. "ইতিহাস"। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৪