রিনা আক্তার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রিনা আক্তার বাংলাদেশের একজন কুস্তিগির। সাউথ এশিয়ান (এসএ) গেমসে তিনি রুপা অর্জন করেন।

জন্ম[সম্পাদনা]

রিনা আক্তার খুলনা জেলার দৌলতপুরের দেয়ানা দক্ষিণপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা হেকমত বন্দ ছিলেন ক্রিসেন্ট জুট মিলের কর্মচারী।[১]

কর্মজীবন[সম্পাদনা]

রিনা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন।

পড়ালেখা[সম্পাদনা]

খেলা পাশাপাশি তিনি সমানতালে পড়ালেখাও করেছেন। রিনা বর্তমানে ঢাকা সেনানিবাসের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

জীবনে প্রথম দিকে তিনি নিজ জেলার হয়ে ভলিবল-অ্যাথলেটিকস-উশু খেলেছেন। বড় বোন জাহানারা আক্তারের পরামর্শে তিনি কুস্তিতে আসেন। কুস্তিতে আসার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নির্বাচক দলের নজরে আসেন। ২০১৪ সালের জাতীয় কুস্তি প্রতিযোগিতায় তিনি মহিলা বিভাগে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। মাত্র ১৭ বছর বয়সী রিনা জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশগ্রহণ করে রৌপ্য লাভ করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রিনার রুপালি আনন্দ"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "হঠাৎ আলোয় কুস্তির মেয়েরা"bonikbarta.net। ২০১৯-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি, ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "জাতীয় কুস্তির পুরুষে বিজিবি ও মহিলা বিভাগে সেনাবাহিনী চ্যাম্পিয়ন"dailysangram.com। ১০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪