জি ওডিশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জি ওডিশা
উদ্বোধন২০১৪
মালিকানাজি মিডিয়া কর্পোরেশন
চিত্রের বিন্যাসএসডিটিভি
দেশভারত
ভাষাওড়িয়া
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়ভুবনেশ্বর, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
জি নিউজ, জি ২৪ ঘণ্টা, জি ২৪ তাস, জি কালাক, জি টিভি, জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমালু, অ্যান্ড পিকচার্স, জি আনমল, জি আনমল সিনেমা, জি পাঞ্জাব হরিয়ানা হিমাচল
ওয়েবসাইটwww.zeekalinga.com

জি ওডিশা (পূর্বনাম: জি কলিঙ্গ নিউজ) একটি ভারতীয় টিভি চ্যানেল যা ২০১৪ সালে সম্প্রচার কার্যক্রম শুরু করে। চ্যানেলটির মালিক জি মিডিয়া কর্পোরেশন লিমিটেড।[১] চ্যানেলট ওড়িয়াভাষাভাষী জনগোষ্ঠীর নিকট সংবাদভিত্তিক অনুষ্ঠানমালা প্রচার করে থাকে।

ইতিহাস[সম্পাদনা]

চ্যানেলটি ২০১৪ সালে সম্প্রচার কার্যক্রম শুরু করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zee News takes punch line"afaqs news bureauafaqs। ২৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৫