বাজলো তোমার আলোর বেণু
অবয়ব
বাজলো তোমার আলোর বেণু | |
---|---|
ধরন | সোপ অপেরা |
নির্মাতা | অগ্নিদেব চ্যাটার্জি প্রডাকশন |
লেখক | ধারণা স্টার জলসা ক্রিক্টিভ টিম চিত্রনাট্য ও সংলাপ সুদীপা চ্যাটার্জি |
পরিচালক | অগ্নিদেব চ্যাটার্জি |
অভিনয়ে | শ্যামোপ্তুি মুডলি রাহুল দেব বোস |
উদ্বোধনী সঙ্গীত | বাজলো তোমার আলোর বেণু |
সুরকার | দেবজিৎ রায় |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | Bengali |
মৌসুমের সংখ্যা | 1 |
পর্বের সংখ্যা | 373 |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | অরিন্দম মজুমদার |
প্রযোজক | অগ্নিদেব চ্যাটার্জি |
নির্মাণের স্থান | কলকাতা |
চিত্রগ্রাহক | অশক প্রামানিক |
সম্পাদক | শুভজিৎ হালদার |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট (প্রায়) |
নির্মাণ কোম্পানি | আগ্নিদেব চ্যাটার্জি প্রডাকশন |
পরিবেশক | স্টার ইন্ডিয়া নোভি ডিজিটাল এন্টারটেইনমেন্ট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | 576i SDTV 1080i HDTV |
মূল মুক্তির তারিখ | ২০ আগস্ট ২০১৮ ১ সেপ্টেম্বর ২০১৯ | –
বহিঃসংযোগ | |
Official Website @ Hotstar |
বাজলো তোমার অলোর বেণু একটি বাংলা টেলিভিশন সোপ অপেরা যা ২০ আগস্ট ২০১৮তে প্রিমিয়ার করেছে এবং স্টার জলশায় প্রচারিত হয়েছে। এটি প্রযোজনা করেছেন অগ্নিদেব চ্যাটার্জি প্রোডাকশনস, শোতে অভিনয় করেছেন শ্যামুপত্তি মুডলি [১] এবং রাহুল দেব বোস প্রধান চরিত্রে। [২]
পটভূমি
[সম্পাদনা]গঙ্গার ঘাটে বিখ্যাত ভাস্কর কালীকৃষ্ণ হঠাৎ করে একটি ছোট্ট মেয়েকে আবিষ্কার করেন। মেয়েটি নদীর তীর থেকে কাদামাটি জোগাড় করে তা থেকে শিবের প্রতিমা তৈরির চেষ্টা করছিল । ভাস্কর্য নির্মাণে মিনুর প্রতিভার স্বীকৃতি পেয়ে কালীকৃষ্ণ তাকে আশ্রয় দেন ৷ কালীকৃষ্ণ মিনুকে এই কথা বলে সান্ত্বনা দেন যে, মায়ের অনুপস্থিতিতে মা দুর্গা তার দেখাশোনা করছেন।
চরিত্র
[সম্পাদনা]মূল চরিত্র
[সম্পাদনা]- শ্যামৃপ্তি মুডলি মৃন্ময়ী / প্রার্থনা / পূজা পাল ওরফে মিনু চরিত্রে
- সোমনাথ পাল ওরফে সোম চরিত্রে রাহুল দেব বোস
- জাহ্নবী ওরফে জানু চরিত্রে শ্রীজানি মিত্র (প্রতিপক্ষ)
- রুদ্রদেব পাল ওরফে রুদ্র চরিত্রে ইন্দ্রশিশ রায়
- জয়রাজ মিত্র চরিত্রে দেবোত্তম মজুমদার
পুনরাবৃত্তি চরিত্র
[সম্পাদনা]- দুর্গাচরণ পাল চরিত্রে অর্জুন চক্রবর্তী
- চুমকি চৌধুরীকে করুণা পাল হিসাবে - দুর্গাচরণের স্ত্রী, ইন্দ্রের মা৷
- কালিকৃষ্ণ পাল চরিত্রে সঞ্জীব দাশগুপ্ত - একজন প্রশংসিত প্রতিমা নির্মাতা এবং ভাস্কর, মিনুর পরামর্শদাতা, সোম এর বাবা (মৃত)।
- আনুশ্রী দাস / বিদীপ্তা চক্রবর্তী - কালীকৃষ্ণের স্ত্রী, সোমের মা, মিনুর শাশুড়ি।
- দিয়া পাল চরিত্রে দেবরতি পাল
- নিশিকান্ত পাল চরিত্রে কুশল চক্রবর্তী - দুর্গাচরণ এবং কালীকৃষ্ণের ছোট ভাই।
- ইন্দ্রনাথ পাল ওরফে ইন্দ্র হিসাবে ভাস্বর চ্যাটার্জী - সোমের বড় কাজিন ভাই৷
- তিথি পাল ইন্দ্রের স্ত্রীর ভূমিকায় দেবলীনা দত্ত ।
- নবমিতা চ্যাটার্জী বরশা, দুর্গাচরণ- করুণার কন্যা, ইন্দ্রের ছোট বোন, সোমের বড় মামাতো বোন৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bajlo Tomar Alor Benu will be streaming soon"। EENADUIINDIA.COM। ১৫ আগস্ট ২০১৮। ২১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- ↑ "How Actor Rahul Dev Bose made his way to television"। EBELA.IN। ১১ আগস্ট ২০১৮।