উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/মারাংবুরু হেম্ব্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মারাংবুরু হেম্ব্রম

মারাংবুরু হেম্ব্রম (আলাপ+ · ট্যাগ করুন · অবদান · অপসারিত অবদান · লগ · ছাঁকন লগ · বাধা দিন · spi বাধা দিন · বাধাদান লগ · কেন্দ্রীয় প্রমাণী · ব্যবহারকারী পরীক্ষা করুন (লগ· তদন্ত করুন)

১৭ ফেব্রুয়ারি ২০১৯[সম্পাদনা]

সন্দেহভাজন সকপাপেট[সম্পাদনা]

ব্যবহারকারী বাংলাসহ বিভিন্ন উইকিতে মারাংবুরু হেম্ব্রম, মালতি কিস্কু ইত্যাদি নিবন্ধ বানাচ্ছেন, এমনকি তা কয়েকবার অপসারণ করার পরেও। ব্যক্তিগত প্রচারণা ছাড়া উইকিতে অবদান রাখার কোন লক্ষণ দেখছি না। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অন্য ব্যবহারকারী কর্তৃক মন্তব্য[সম্পাদনা]

User:M.B.Hembram সম্পর্কে আমাকে ভারত থেকে সাঁওতালি উইকিপিডিয়ার ইন্টারফেস এডমিনিস্ট্রেটর Ramjit Tudu জানিয়েছে যে M.B.Hembram একজন নবাগত উইকিপিডিয়ান। সে সাঁওতালি উইকির পাশাপাশি ইংরেজী, হিন্দী ও বাংলা উইকিতেও অবদান রেখেছ। কিন্তু মাঝখানে সে ভুলবশত (আসলে সে ব্যাপারগুলি সম্পর্কে অবগত নয়) কিছু কাজ যেগুলো যেকোন উইকিতে গ্রহণযোগ্য নয় এমন কিছু কাজ করেছে। রামজিত টুডুর মাধ্যমে সে জানিয়েছে যে আগামীতে সে আর ওই ভুলগুলো করবেনা। তাই একজন নবাগত উইকিপিডিয়ানের ভবিষ্যত চিন্তা করে আমি তার একাউন্টটি পুনরায় চালু করার জন্য বাংলা উইকির প্রশাসকদের নিকট অনুরোধ জানাচ্ছি। --Manik Soren (আলাপ) ১২:২৯, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
অভিযুক্ত পক্ষও নিচের অনুচ্ছেদে মন্তব্য/আলোচনা করতে পারেন।

ব্যবহারকারী পরীক্ষণ ও/বা টহল দানকারী প্রশাসকের মন্তব্য[সম্পাদনা]