বিষয়বস্তুতে চলুন

শর্মিলী আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শর্মিলী আহমেদ
জন্ম
মাজেদা মল্লিক

(১৯৪৭-০৫-০৮)৮ মে ১৯৪৭
মৃত্যু৮ জুলাই ২০২২(2022-07-08) (বয়স ৭৫)
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬২-২০২২
পিতা-মাতা
  • তোফাজ্জল হোসেন (পিতা)
আত্মীয়ওয়াহিদা মল্লিক জলি (বোন)

শর্মিলী আহমেদ (৮ মে ১৯৪৭—৮ জুলাই ২০২২)[][][] ছিলেন একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৪ সালে তিনি অভিনয়ে কর্মজীবন শুরু করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন।[] তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন।[] ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আহমেদ মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন।[]

আহমদের তানিমা নামের একটি মেয়ে আছে।[] তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি থিয়েটার অভিনয় করেন।[]

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
  • সুয়োরাণী দুয়োরাণী (১৯৬৮)
  • আবির্ভাব (১৯৬৮) - লুনা চৌধুরী
  • আলিঙ্গন (১৯৬৯)
  • পলাতক (১৯৭৩)
  • আগুন (১৯৭৬)
  • বসুন্ধরা (১৯৭৭)
  • রূপালী সৈকতে (১৯৭৯)
  • আশার আলো (১৯৮২)
  • দহন (১৯৮৫) - আসমা (মিসেস মুস্তাক)
  • ত্যাগ (১৯৯৩) - রায়হানের মা
  • বিক্ষোভ (১৯৯৪)
  • প্রেমযুদ্ধ (১৯৯৪)
  • তোমাকে চাই (১৯৯৬) - সাগরের মা
  • হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)
  • আমি তোমারি (১৯৯৯)
  • সবাইতো সুখী হতে চায় (২০০০)
  • ধাওয়া (২০০০)
  • মিলন হবে কত দিনে (২০০২)
  • স্বামী ছিনতাই (২০০৪)
  • মহব্বত জিন্দাবাদ (২০০৫)
  • ভালবাসা ভালবাসা (২০০৬)
  • না বোলনা (২০০৬)
  • চাচ্চু (২০০৬)
  • জজের রায়ে ফাঁসি (২০০৭)
  • ঝন্টু মন্টু দুই ভাই (২০০৭)
  • দুঃখিনী জোহরা (২০০৭)
  • টিপ টিপ বৃষ্টি (২০০৮)
  • আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
  • স্বামী নিয়ে যুদ্ধ (২০০৮)
  • গোলাপী এখন বিলাতে (২০১০)
  • মাটির ঠিকানা (২০১১)
  • মেহেরজান (২০১১) - মেহেরের মা
  • মনের জ্বালা (২০১১)
  • সে আমার মন কেড়েছে (২০১২)
  • আকাশ কত দূরে (২০১৪)
  • প্রেম করবো তোমার সাথে (২০১৪)
  • স্বর্গ থেকে নরক (২০১৫)
  • অচেনা হৃদয় (২০১৫)
  • এক পৃথিবী প্রেম (২০১৬)
  • রাত জাগা ফুল (২০২১)

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

বাচসাস পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Afsar Ahmed (মে ৬, ২০০৫)। "Tit Bits - The celebrity name game"দ্য ডেইলি স্টার। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১৫ 
  2. Shah Alam Shazu (আগস্ট ১৫, ২০১০)। "Those were the days"দ্য ডেইলি স্টার। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫ 
  3. "অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন"প্রথম আলো। ২০২২-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৮ 
  4. Tamanna Khan (২৬ আগস্ট ২০১১)। "Television Now and Then"দ্য ডেইলি স্টার। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫ 
  5. "Through the eyes of Sharmili Ahmed"দ্য ডেইলি স্টার। ২৩ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 
  6. Shah Alam Shazu (অক্টোবর ৩১, ২০১৪)। "The Five Generations of TV Heroines"The Daily Star। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫ 
  7. Punny Kabir (মে ১২, ২০১৩)। "Sharmili Ahmed, symbol of an 'ideal mother'"Dhaka Tribune। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫ 
  8. Mohammad Zahidul Islam (সেপ্টেম্বর ৬, ২০১৪)। "Wahida Mollick Jolly"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]