শর্মিলী আহমেদ
অবয়ব
শর্মিলী আহমেদ | |
---|---|
জন্ম | মাজেদা মল্লিক ৮ মে ১৯৪৭ |
মৃত্যু | ৮ জুলাই ২০২২ | (বয়স ৭৫)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬২-২০২২ |
পিতা-মাতা |
|
আত্মীয় | ওয়াহিদা মল্লিক জলি (বোন) |
শর্মিলী আহমেদ (৮ মে ১৯৪৭—৮ জুলাই ২০২২)[১][২][৩] ছিলেন একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৪ সালে তিনি অভিনয়ে কর্মজীবন শুরু করেছিলেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন।[৫] তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন।[৬] ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আহমেদ মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন।[২]
আহমদের তানিমা নামের একটি মেয়ে আছে।[৭] তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি থিয়েটার অভিনয় করেন।[৮]
উল্লেখযোগ্য কাজ
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]- সুয়োরাণী দুয়োরাণী (১৯৬৮)
- আবির্ভাব (১৯৬৮) - লুনা চৌধুরী
- আলিঙ্গন (১৯৬৯)
- পলাতক (১৯৭৩)
- আগুন (১৯৭৬)
- বসুন্ধরা (১৯৭৭)
- রূপালী সৈকতে (১৯৭৯)
- আশার আলো (১৯৮২)
- দহন (১৯৮৫) - আসমা (মিসেস মুস্তাক)
- ত্যাগ (১৯৯৩) - রায়হানের মা
- বিক্ষোভ (১৯৯৪)
- প্রেমযুদ্ধ (১৯৯৪)
- তোমাকে চাই (১৯৯৬) - সাগরের মা
- হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)
- আমি তোমারি (১৯৯৯)
- সবাইতো সুখী হতে চায় (২০০০)
- ধাওয়া (২০০০)
- মিলন হবে কত দিনে (২০০২)
- স্বামী ছিনতাই (২০০৪)
- মহব্বত জিন্দাবাদ (২০০৫)
- ভালবাসা ভালবাসা (২০০৬)
- না বোলনা (২০০৬)
- চাচ্চু (২০০৬)
- জজের রায়ে ফাঁসি (২০০৭)
- ঝন্টু মন্টু দুই ভাই (২০০৭)
- দুঃখিনী জোহরা (২০০৭)
- টিপ টিপ বৃষ্টি (২০০৮)
- আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)
- স্বামী নিয়ে যুদ্ধ (২০০৮)
- গোলাপী এখন বিলাতে (২০১০)
- মাটির ঠিকানা (২০১১)
- মেহেরজান (২০১১) - মেহেরের মা
- মনের জ্বালা (২০১১)
- সে আমার মন কেড়েছে (২০১২)
- আকাশ কত দূরে (২০১৪)
- প্রেম করবো তোমার সাথে (২০১৪)
- স্বর্গ থেকে নরক (২০১৫)
- অচেনা হৃদয় (২০১৫)
- এক পৃথিবী প্রেম (২০১৬)
- রাত জাগা ফুল (২০২১)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- বিজয়ী : শ্রেষ্ঠ পার্শচরিত্র অভিনেত্রী - দহন (১৯৮৫)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Afsar Ahmed (মে ৬, ২০০৫)। "Tit Bits - The celebrity name game"। দ্য ডেইলি স্টার। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১৫।
- ↑ ক খ Shah Alam Shazu (আগস্ট ১৫, ২০১০)। "Those were the days"। দ্য ডেইলি স্টার। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫।
- ↑ "অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন"। প্রথম আলো। ২০২২-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৮।
- ↑ Tamanna Khan (২৬ আগস্ট ২০১১)। "Television Now and Then"। দ্য ডেইলি স্টার। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৫।
- ↑ "Through the eyes of Sharmili Ahmed"। দ্য ডেইলি স্টার। ২৩ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Shah Alam Shazu (অক্টোবর ৩১, ২০১৪)। "The Five Generations of TV Heroines"। The Daily Star। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫।
- ↑ ক খ Punny Kabir (মে ১২, ২০১৩)। "Sharmili Ahmed, symbol of an 'ideal mother'"। Dhaka Tribune। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫।
- ↑ Mohammad Zahidul Islam (সেপ্টেম্বর ৬, ২০১৪)। "Wahida Mollick Jolly"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ নভেম্বর ৩০, ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শর্মিলী আহমেদ (ইংরেজি)