বিষয়বস্তুতে চলুন

রিচার্ড এস. কাস্তেলানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড এস. কাস্তেলানো
Richard S. Castellano
১৯৭২ সালে রিচার্ড এস. কাস্তেলানো
জন্ম
রিচার্ড সালভাতোরে কাস্তেলানো

(১৯৩৩-০৯-০৪)৪ সেপ্টেম্বর ১৯৩৩
মৃত্যু১০ ডিসেম্বর ১৯৮৮(1988-12-10) (বয়স ৫৫)
নর্থ বার্জেন, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
জাতীয়তামার্কিন
অন্যান্য নামরিচার্ড কাস্তেলানো
পেশাঅভিনেতা
আত্মীয়পল কাস্তেলানো (চাচা)

রিচার্ড সালভাতোরে কাস্তেলানো (ইতালীয়: Richard Salvatore Castellano; ৪ সেপ্টেম্বর ১৯৩৩ - ১০ ডিসেম্বর ১৯৮৮) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি তার অস্কার মনোনীত লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স (১৯৭০) এবং পরবর্তীতে দ্য গডফাদার (১৯৭২) চলচ্চিত্রের পিটার ক্লেমেঞ্জা চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক স্মরণীয়।[] তিনি পরবর্তীতে গডফাদার-এর টেলিভিশন স্পিন-অফ মিনি ধারাবাহিক দ্য গডফাদার সাগা (১৯৭৭)-এ চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কাস্তেলানো ১৯৩৩ সালের ৪ঠা সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির দ্য ব্রংক্‌সে এক ইতালীয় ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রীয়ের ভাষ্য অনুসারে তিনি গাম্বিনোর অপরাধের সাথে সম্পৃক্ত পরিবারের প্রধান পল কাস্তেলানোর ভাইপো।[]

মৃত্যু

[সম্পাদনা]

তিনি ১৯৮৮ সালের ১০ই ডিসেম্বর নিউ জার্সির নর্থ বার্জেনে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. লুমেনিক, লু (১১ মার্চ ২০১২)। "Leave the gun– Take my career"নিউ ইয়র্ক পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]