হাইব্রিড টপোলজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাইব্রিড টপোলজি (Hybrid Topology): বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি।

উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায়। কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়। এ টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোনো একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়।

Bus, Star, Ring প্রভৃতি টপোলজি দিয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজি-কে হাইব্রিড টপোলজি বলা হয়। উদাহরণস্বরূপ:- ইন্টারনেট হলো একটি বৃহৎ পরিসরের নেটওয়ার্ক টপোলজি। হাইব্রিড টপোলজিতে প্রয়োজনানুসারে Computer বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোথাও কোনো প্রোবলেম দেখা দিলে তা ইজিলি চিহ্নত করা যায়। কোনো একটি অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক এর ক্ষতি হয় না ।