শিবদৌল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিব দৌল
শিবসাগরের শিবদৌল
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাশিবসাগর
অবস্থান
অবস্থানশিবসাগর বরপুখুরীর পারে
দেশভারত
স্থাপত্য
ধরনআহোম
সৃষ্টিকারীশিবসিংহ

শিবদৌল শিবসাগর জেলার, শিবসাগর শহরের শিবসাগর পুখুরীর (বরপুখুরী) পারে অবস্থিত। রাজা শিবসিংহ প্রথমা রাণী বররজা ফুলেশ্বরী কুঁয়রীর মৃত্যুর পরে তার এক বোন দ্রৌপদীকে বিবাহ করে অম্বিকা কুঁয়রী বা মদাম্বিকা নাম দিয়ে বররজা করেছিলেন। এই কুঁয়রীর নির্দেশক্রমে ১৭৩১ খ্রিষ্টাব্দে সোণর কোলসির সাথে শিবদৌল, দেবীদৌল এবং বিষ্ণু দৌল নির্মাণ করার সঙ্গে শিবসাগর পুকুর খোঁড়া হয়েছিল। এই শিবদৌল অসমের সব দৌলের মধ্যে বড় দৌল[তথ্যসূত্র প্রয়োজন]। আনুমানিক এই দৌলর উচ্চতা ১২০ হাত এবং দৌলটির ওপর থাকা কলসির উচ্চতা ৭.৫ ফুট। শিবদৌলর কলসিটিতে থাকা সোনা নেওয়ার জন্য অনেকে কলসিটি হাতাতে চেয়েছিল, কিন্তু কলসিটি বা সোনা নিতে পারেনি। ১৯৫০ সালের ভূমিকম্পে কলসিটি খসে পড়েছিল যদিও একে আগের স্থানে স্থাপন করা হয়। এই দৌলটিতে সর্বদা শিবের পূজা অর্চনা হয়। শিবরাত্রিতে এই দৌলের কাছে একটি বড় মেলা হয়।

শিবদৌলের গায়ে খোদিত ভাস্কর্য

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Hindu Temples in Assam