ইয়াসমিন মোর্শেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসমিন মোর্শেদ
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
কাজের মেয়াদ
৩১ অক্টোবর, ২০০৬ – ১১ জানুয়ারি ২০০৭

ইয়াসমিন মোর্শেদ হচ্ছেন একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।[১][২]

জীবনী[সম্পাদনা]

ইয়াসমিন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

১৯৭৭ সালে তিনি স্কলাস্টিকা বিদ্যালয় স্থাপন করেন।[৩] তিনি স্কলাস্টিকার প্রতিষ্ঠাকালীন চেয়ারপার্সন,[৪] এবং স্টোর এটসেটরা বাংলাদেশের চেয়ারপার্সন।[৫]

তিনি ২০০৬ সালের ৩১শে অক্টোবর থেকে ১১ জানুয়ারি, ২০০৭ সাল পর্যন্ত নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় এবং সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।[৫] ২০০৭ সালে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাকিস্তানে নিযুক্ত করা হয়।[৬]

ব্যক্তি জীবন[সম্পাদনা]

তিনি সৈয়দ মাহার মোর্শেদ এবং সৈয়দা মাদিহা মোর্শেদ নামের দুই সন্তানের জননী।[৩] তিনি সৈয়দ তানবীর মোর্শেদকে বিয়ে করেছেন, যিনি সৈয়দ মনজুর মোর্শেদ এবং বেগম হাসিনা মুর্শেদের পুত্র। তার বাবা এবং মা, খ্বাজা এবং বেগম বিনো জাকিউদ্দিন ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন। তার দাদা ছিলেন খাজা শাহাবুদ্দিন এবং তার দাদী, ফারহাত শাহাবুদ্দিন, বাংলার সর্বপ্রথম আইনপ্রণেতা নারীদের মধ্যে অন্যতম ছিলেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Murshed, Yasmeen (২৭ জুন ২০০৪)। "The Humayun Nama: Gulbadan Begum's forgotten chronicle"The Daily Star। ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Outlets of Coffee World, Books Express inaugurated"The Daily Star। ২৭ মার্চ ২০০৭। ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Terror question confronts Dhaka school"The Telegraph। Calcutta। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Much Ado About Nothing staged at Scholastica"The Daily Star। ২১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  5. "Yasmeen Murshed appointed high commissioner to Pakistan"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  6. "Yasmeen Murshed made envoy to Pakistan"The Daily Star। ২৬ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৬ 
  7. "Yasmeen Murshed"nawabbari.com। Nawab Bari। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭