উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Ishmam Rafi[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়া বাংলাকে সমৃদ্ধ করার প্রয়াসে Ishmam Rafi (আলাপ) ২১:২৬, ১ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। এই অধিকারটি যারা নিয়মিত নিবন্ধ তৈরি করেন, উইকিপিডিয়ার নিয়ম-কানুন সম্পর্কে পরিচিত, এবং ইতোমধ্যে কমপক্ষে ৫০টি নিবন্ধ তৈরি করেছে তাদের দেওয়া হয়। নিয়মিত উইকিপিডিয়া সম্পাদনা করুন। ভবিষ্যতে অধিকারটি আপনার একাউন্টের সাথে যুক্ত করা হবে। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ২১:৩৫, ১ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Al Riaz Uddin Ripon[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী।বাংলা উইকিপিডিয়ায় আমি বিগত এক বছর যাবৎ কাজ করে যাচ্ছি।এছাড়াও আমি বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে সাম্প্রতিক পরিবর্তন পাতায় নিয়মিত নজর রাখি এবং আইপি থেকে সম্পাদনাকৃত অপ্রয়োজনীয় সম্পাদনাগুলো অপসারণ করি থাকি। এছাড়াও বর্তমানে আমার বাংলা উইকিপিডিয়ায় ১৪০০ এর বেশি সংখ্যক সম্পাদনা আছে, এবং নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি। আমাকে যদি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি দেওয়া হয় তাহলে আমার সম্পাদনাকৃত পাতাগুলি কষ্ট করে আপনাদের আর পরীক্ষিত করতে হবে না, এতে আপনাদের সময় ও শ্রম লাঘব হবে।আশা করি বিবেচনায় নিবেন।ধন্যবাদ Ripon ০৭:৫৫, ৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

সাধারণত ৫০+ নতুন নিবন্ধ প্রণেতাদের এই অধিকার দেওয়া হয়। আপনি এই পর্যন্ত ৩৫ টি নিবন্ধ তৈরি করেছেন যার মধ্যে ১৬ টিই অপসারিত হয়েছিলো। আরো কিছু কাজ করুন। অধিকার অবশ্যই আপনার সংগে যুক্ত হবে।ফেরদৌস০৯:০১, ৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Al Riaz Uddin Ripon[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আসসালামু আলাইকুম,আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদনাকারী।বর্তমানে আমার ৫০+ নিবন্ধ ও ১৯০০ এরও বেশি সংখ্যক সম্পাদনা রয়েছে।আমাকে এই অধিকারটি দিলে আমার করা সম্পাদনা গুলো আর আপনাদের পরীক্ষিত হিসেবে চিহ্নিত করতে হবে না এতে আপনাদের সময় ও শ্রম বাঁচবে এবং অধিকারটি আমাকে আরও নিয়মিত সম্পাদনা করার আগ্রহ প্রকাশে সহযোগিতা করবে বলে আমি মনে করি। − উল্লেখ্যঃ আমার তৈরি করা প্রথম দিককার নিবন্ধগুলো উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে না জানার কারণে অপসারিত হয়েছিল, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। হিমু (আলাপ) ০৪:২৪, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, ৫০টির বেশি নিবন্ধ তৈরির জন্য। তবে, আপনার নিবন্ধসমূহে এখনো বেশ কিছু সমস্যা বিদ্যমান যা আমি কিছুক্ষন পর সব একসাথে আপনার আলাপ পাতাতে বার্তা দিয়ে বলছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩১, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: কি সমস্যা, তা বললে উপকৃত হতাম হিমু (আলাপ) ১২:৪৯, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার আলাপ পাতায় বার্তা রেখেছি, এখানে শুধু লগে রাখার জন্য নিশ্চিত করছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৪৭, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Ams riyad[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আসসলামু্ আলাইকুম,

বর্তমানে আমি উইকিপিডিয়ায় একজন সক্রিয় অবদানকারী। ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি নিবন্ধ তৈরি করেছি এবং উইকিপিডিয়ার নিয়ম কানুন সমন্ধে সতর্ক ও তা পালন করি। আমি মনে করি আমাকে অধিকারটি দেয়া হলে আপনাদের কষ্ট করে আর নিবন্ধগুলো পরীক্ষা করতে হবে না। আব্দু্ল্লাহ আল মুনতাছির (আলাপ) ০৪:৩৬, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার নিবন্ধ অনুবাদ বেশ ভালো হচ্ছে। আপনার ছোটখাটো বিষয়গুলো বাদ দিয়ে এখনি আপনাকে অধিকারটি দিয়ে দেয়া যায় তবে দয়া করে এই ব্যাপারগুলো খেয়াল করে বা সংশোধন করে এবং ৫০টি নিবন্ধ পূর্ণ হলে পুনরায় আবেদন করুন, দিয়ে দিবো। যেমন, নিবন্ধের ভেতর উইকিসংযোগ দেওয়ার ক্ষেত্রে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধের সংযোগ দেবেন না, বাংলাতে নিবন্ধটি না থাকলে হয় সংযোগ করবেন না অথবা তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে লাল লিংকই রাখবেন। আপনি নিবন্ধ তৈরির পর বিষয়শ্রেণী যুক্ত করেন না বলেলেই চলে। সার্ভাইভার সিরিজ (২০১৮) নিবন্ধের ‘মূল শো’ অনুচ্ছেদটি পাঠযোগ্য নয়। এছাড়া আরও একটা জিনিস লক্ষ্য করেছি, ভূমিকাতে অনুবাদ বেশ ভালো হলেও নিবন্ধের যত নিচের দিকে যাওয়া হয় অনুবাদের মান ততই খারাপ হয়ে গিয়েছে। এগুলো আসলে খেয়াল রাখা উচিত। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৩, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]