আস্থা আগারওয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আস্থা আগারওয়াল
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৪-বর্তমান

আস্থা আগারওয়াল হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী[১] তিনি সাপনে সুহানে লাড়াকপান কে এবং এক থা রাজা এক থী রানীর মতো নাটকে নেতিবাচক মূল ভূমিকায় অভিনয়ের জন্য অধিক পরিচিতি লাভ করেন। তিনি কালারসে প্রচারিত কবচ... কালি শক্তিও সে নাটকে মিন্টি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি "গ্ল্যাড্রাগস মিস ইন্ডিয়া ২০১৪"-এর বিজয়ী ছিলেন। তিনি বর্তমানে স্টার ভারতএ সম্প্রচারিত ক্যা হাল মিস্টার পাঞ্চাল ? তে মনিন্দর সিংহএর বিপরীতে অভিনয় করেছেন ।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আস্থা দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেন। তিনি দিল্লির আইজিআইটি, জিজিএসআইপিইউ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল শিক্ষা অর্জন করেন। তিনি "পুঞ্জ লয়েড লিমিটেড"-এর জন্য দুই বছর যাবত কাজ করেছেন।

টেলিভিশন[সম্পাদনা]

সাল অনুষ্ঠান চরিত্র
২০১৪ এক হাসিনা থী আশকা
২০১৪ সাপনে সুহানে লাড়াকপান কে ভিধি
২০১৪ বেইন্তেহা রিদা খান
২০১৫ পিটারসন হিল মিনা
২০১৫ কৃষ্ণ কানহাইয়া সনু
২০১৫ এক থা রাজা এক থী রানী ঝুমকি
২০১৬ ডার সাবকো লাগতা হে বিনি
২০১৬ কবচ... কালি শক্তিও সে মিন্টি
২০১৬ ভারতবর্ষ সাময়ুক্তা
২০১৬ খিড়কী অঞ্জলি (১৬ নং পর্বে)
২০১৭ খাটমাল এ ইশক বিবা
২০১৭ ক্যা হাল মিস্টার পাঞ্চাল ? প্রার্থনা পাঞ্চাল
২০১৯ লাল ইশক মোহি

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]