দি ফাদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দি ফাদার
পরিচালককাজী হায়াৎ
প্রযোজক
  • মোহাম্মদ আহমেদ
  • মোঃ শামসুল ইসলাম
শ্রেষ্ঠাংশে
সুরকারআজাদ রহমান
চিত্রগ্রাহকহারুন-আল-রশিদ
সম্পাদকআবু তালিব
মুক্তি
  • ১৪ ডিসেম্বর ১৯৭৯ (1979-12-14)
[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দি ফাদার কাজী হায়াৎ পরিচালিত ১৯৭৯ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি কাজী হায়াৎ পরিচালিত প্রথম চলচ্চিত্র।[২] ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আহমেদ ও মোঃ শামসুল ইসলাম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জন নেপিয়ার এডামস। জন দীর্ঘদিন বাংলাদেশে ইউএসএআইডির আইটি বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ,[৩] সুচরিতা, শওকত আকবর, আয়েশা আখতার,[৪] প্রমুখ।

কুশীলব[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

দি ফাদার চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, শাম্মী আখতার, ও খুরশিদ আলম। ছবিটির "আমি কি গাইবো গান" ও "আয় খুকু আয়" গান দুটি জনপ্রিয়তা লাভ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "THE FATHER"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ফারজানা, মিথিলা (১৭ এপ্রিল ২০১০)। "চিত্র পরিচালক কাজী হায়াৎ"বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭ 
  3. "মহানায়ক বুলবুল আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭ 
  4. "রূপালি পর্দার মায়েরা যেমন"ঢালিউড ইনফো। ৩১ জুলাই ২০১৫। ১৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]