আন্দামান বালি হাঁস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্দামান বালি হাঁস
জন জেরার্ড কোলেমন্স দ্বারা অঙ্কিত(১৯০৮)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Anseriformes
পরিবার: Anatidae
উপপরিবার: Anatinae
গণ: Anas
প্রজাতি: A. albogularis
দ্বিপদী নাম
Anas albogularis
(Hume, 1873)[২]
প্রতিশব্দ[৩]

Mareca albogularis Hume, 1873
Nettium albigulare
Nettion albigulare

আন্দামান বালি হাঁস (Anas albogularis) হাঁস প্রজাতিভুক্ত, যা বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়। একে সুন্দা বালি হাঁসের একটি উপপ্রজাতি হিসাবে ধরা হয়।

বিবরণ[সম্পাদনা]

আন্দামান বালি হাঁস হলদে দাগযুক্ত গাঢ় বাদামি বর্ণের একটি প্রজাতি। এদের মুখ ও গলা ধূসর বর্ণের এবং চোখে সাদা রঙের গোলাকার অংশ দেখা যায়। এদের চঞ্চু নীলাভ ধূসর বর্ণের এবং কনীনিকা (আইরিশ) লাল বর্ণের হয়ে থাকে।[৪]

বাসস্থান ও বন্টন[সম্পাদনা]

আন্দামান বালি হাঁস ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এবং মায়ানমারের কোকো দ্বীপের একটি স্থানীয় প্রজাতি। এদের সেখানকার ডোবা ও উপহ্রদে দেখা যায়। এছাড়া ম্যানগ্রোভ অরণ্যের কাছেও দেখা যায়।[৫][৬] ১৯৯৫-৯৮ সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ছিল ৫০০-৬০০ টি এবং ২০০৫ সালের হিসাব অনুযায়ী এদের সংখ্যা ৬৭৪ টি।[৭] শেষের কিছু শতকে এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ২০১৪ সালের সাম্প্রতিক হিসাব অনুযায়ী এদের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১০০০ টিরও অধিক।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১৪)। "Anas albogularis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2014.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  2. Hume, A. O. (১৮৭৩)। "Novelties: Mareca albogularis, Sp. Nov."Stray Feathers1 (2, 3, &4): 303–304। 
  3. Richmond Index card
  4. Rasmussen, P. C.; Anderton, J. C. (২০০৫)। Birds of South Asia: The Ripley Guide2। Smithsonian Institution & Lynx Edicions। পৃষ্ঠা 75। 
  5. Inglis, C. M. (১৯০৪)। "The Oceanic, or Andaman Teal Nettium alligulare"J. Bombay Nat. Hist. Soc.15 (3): 525। 
  6. Wilson, N. F. (১৯০৪)। "The Oceanic, or Andaman Teal Nettium albigulare"J. Bombay Nat. Hist. Soc.15 (3): 525–526। 
  7. Vijayan, L (২০০৬)। "Ecology and conservation of the Andaman Teal"। J. Bombay Nat. Hist. Soc.103 (2): 231–238।