অস্ট্রেলীয় পেলিকান (গগণবেড়)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অস্ট্রেলীয় পেলিকান
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Pelecaniformes
পরিবার: Pelecanidae
গণ: Pelecanus
প্রজাতি: P. conspicillatus
দ্বিপদী নাম
Pelecanus conspicillatus
Temminck, 1824

অস্ট্রেলীয় পেলিকান (Pelecanus conspicillatus) হলো একটি বৃহৎ জলের পাখি, এরা পেলিকান পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে অস্ট্রেলিয়া, নিউ গিনি এবং ফিজির উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ডের কিছু কিছু অঞ্চলেও এদের দেখা মেলে। এদের গায়ের রঙ হয় সাদা রঙের এবং এদের পাখনার রঙ হয় কালো এবং এদের ঠোঁট গোলাপী রঙের হয়। এদের ঠোঁটকে পাখিদের মধ্যে সবথেকে দীর্ঘ ঠোঁট বলে মানা হয়। এদের প্রধান খাদ্য হলো মাছ, যদিও এরা সুযোগ পেলে অন্য পাখিও সাবাড় করে দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১২)। "Pelecanus conspicillatus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩