তিব্বত মিনজু বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ৩৪°২০′৪৮″ উত্তর ১০৮°৪৩′৫৭″ পূর্ব / ৩৪.৩৪৬৬৭° উত্তর ১০৮.৭৩২৫০° পূর্ব / 34.34667; 108.73250
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিব্বত মিনজু বিশ্ববিদ্যালয়
西藏民族大学
প্রাক্তন নামসমূহ
তিব্বত পাবলিক স্কুল
ধরনসরকারি
স্থাপিত১৯৫৮
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১,১০৫
শিক্ষার্থী৯,৪০০
অবস্থান, ,
ওয়েবসাইটwww.xzmy.edu.cn/en

তিব্বত মিনজু বিশ্ববিদ্যালয় (চীনা: 西藏民族大学), তিব্বত ইউনিভার্সিটি ফর ন্যাশনালিটিস নামেও পরিচিত, হল একটি চীনা বিশ্ববিদ্যালয় যা জাতিতাত্ত্বিক গোষ্ঠী, বিশেষ করে তিব্বতিদের শিক্ষিত করে তোলার জন্য় প্রতিষ্ঠিত হয়। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলভুক্ত হলেও বিশ্ববিদ্যালয়টির অবস্থান প্রাদেশিক রাজধানী জি'আন এর নিকটবর্তী সানজাই প্রদেশের জিয়ানইয়াং শহরে।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৫৮ সালে তিব্বত পাবলিক স্কুল হিসেবে তিব্বত মিনজু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এটি। ১৯৬৫ সালে বিশ্ববিদ্যালয়টি বর্তমানের নামধারণ করে।[১]

পর্যালোচনা[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৯,৪০০ জন শিক্ষার্থী রয়েছে, যার অর্ধেকেরও বেশি তিব্বতিসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্গত। এর অনুষদের সদস্যসংখ্যা ১,১০৫। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৪৩টি স্নাতকশ্রেণির এবং ২০টি স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রী দিয়ে থাকে।[১]

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী[সম্পাদনা]

  • বাসাং; তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাক্তন সহ-সভাপতি[২]
  • লোসাং জামকান; তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সভাপতি[৩]

স্থাপনা[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টিতে মূল ভবন, ল্যাবরেটরি ভবন, অফিস ভবন, লেকচার হল ইত্যাদি স্থাপনা রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About the university" (Chinese ভাষায়)। Tibet Minzu University। ২০১০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-১৮ 
  2. "বাসাং" (চীনা ভাষায়)। জাতীয় চেংছি বিশ্ববিদ্যালয়। ২০১৫-০৬-০৫। ২০১৬-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-০১ 
  3. "洛桑江村简历" [লোসাং জামকানের জীবনী] (চীনা ভাষায়)। জিনহুয়া নিউজ এজেন্সি। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৮