রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্র
রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্রের লোগো
ধরনগবেষণা প্রতিষ্ঠান
স্থাপিত১৯৯২
পরিচালককে. বিজয়রাঘবন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১০০
অবস্থান, ,
ওয়েবসাইটwww.ncbs.res.in
মানচিত্র

রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্র (ইংরাজী: National Centre for Biological Sciences), সংক্ষেপে NCBS;[১]কর্ণাটকএর ব্যাঙ্গালোরএ অবস্থিত জীববিজ্ঞানএর গবেষণার জন্য বিশেষীকৃত একটি গবেষণা কেন্দ্র। কেন্দ্রটি ভারত সরকারএর পারমাণবিক শক্তি বিভাগ (Department of Atomic Energy, DAE) এর অধীন টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান (ইংরাজী: Tata Institute of Fundamental Research), সংক্ষেপে TIFR-র এক অংশ। NCBS-র মূল মন্ত্র হল জীব বিজ্ঞানের অগ্রণী ক্ষেত্রসমূহের উচ্চস্তরীয় গবেষণা এবং অধ্যয়ন। কেন্দ্রীয় সংকায় সদস্যদের গবেষণার ক্ষেত্রসমূহ একক অণু(ইংরাজী: single molecule)র থেকে তন্ত্র জীববিজ্ঞান (ইংরাজী: systems biology) থেকে প্রধানত চারটি বিভাগে বিভক্ত। এর পরও রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্র iBioর সঙ্গে পারস্পরিক সহযোগিতার গবেষণা পদক্ষেপ বাড়ানোর জন্য অন্যান্য কয়েকটি উদ্যম, যেমন- চিকিৎসা এবং রোগ সম্পর্কীয় গবেষণার সহযোগিতা কার্যক্রমের পরিকল্পনা করেছে। কাণ্ড কোষ(ইংরাজী: stem cell)এর গবেষণা চলতে থাকা ভারতবর্ষের তিনট গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্র অন্যতম।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯২ সালে গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাসের একাংশে রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্র স্থাপিত হয়৷

গবেষণার ক্ষেত্র[সম্পাদনা]

  • জৈব-রসায়ন, জৈব-পদার্থবিজ্ঞান এবং বায়োইনফর্মেটিক্স (Biochemistry, Biophysics, Bioinformatics)
  • কোষবিজ্ঞান (Cellular Organisation & Signalling)
  • বংশতত্ত্ব বিজ্ঞান (Genetics & Development)
  • নিউরো-বায়োলজি (Neurobiology)
  • জৈবপ্রক্রিয়া সম্পর্কীয় মডেলিং (Theory and Modelling of Biological Systems)
  • পরিস্থিতিবিজ্ঞান তথা ক্রমবিকাশবিজ্ঞান( Ecology and Evolution)

বিভিন্ন পাঠ্যক্রম[সম্পাদনা]

  • পোস্ট ডক্টরাল পাঠ্যক্রম (POST DOCTORAL PROGRAM)
  • ডক্টরাল পাঠ্যক্রম (PhD PROGRAM)
  • INTEGRATED PhD PROGRAM
  • iBIO PROGRAM
  • MD-PhD PROGRAM
  • স্নাতকোত্তর পাঠ্যক্রম (MSc PROGRAM)

তথ্য সংগ্রহ[সম্পাদনা]

  1. http://www.ncbs.res.in রাষ্ট্রীয় জীববিজ্ঞান কেন্দ্রের ওয়েবসাইট
  2. Sharma, Alka (নভেম্বর ২০০৬)। "Stem cell research: The Indian perspective"। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৬  অজানা প্যারামিটার |আহরণর তারিখ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)