ওলে সোয়েনকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওলে সোয়েনকা
জন্মওলুওলে আকিনওয়ান্ডে সোয়েনকা
(1934-07-13) ১৩ জুলাই ১৯৩৪ (বয়স ৮৯)
আবেওকুতা, নাইজেরিয়া
পেশালেখক, কবিতা, নাট্যকার
জাতীয়তানাইজেরীয়
ধরননাট্য, কাব্য, উপন্যাস
বিষয়সমকালীন সাহিত্য
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্যে নোবেল পুরস্কার
১৯৮৬
২০১৫ সালে সোয়েঙ্কা।

ওলুওলে আকিনওয়ান্ডে বাবাটুন্ডে ওলুডাইন্ডে আইসোলো "ওলে" সোয়েনকা (১৩ জুলাই ১৯৩৪- ) সাহিত্যে নোবেলজয়ী একজন নাইজেরীয় নাট্যকার ও কবি। ১৯৮৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।[১] আফ্রিকা থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জয় করেন। তাকে নাইজেরিয় নাট্যশিল্পের উন্নয়নের রুপকার বলা হয়।

শিক্ষাজীবন[সম্পাদনা]

ওলে সোয়েনকা নাইজেরিয়ার ইবাদান বিশ্ববিদ্যালয়ে এবং ইংল্যান্ডের লীডস বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষালাভ করেন। তিনি নাট্যশিল্প বিষয়ে পড়াশোনা করেন লন্ডনে যেখানে তার নাদক ‘দা ইনভেনশন’ মঞ্চস্থ হয়।[২]

পেশাজীবন[সম্পাদনা]

১৯৬০ সালে তিনি ইবাদানে ফিরে আসেন স্বদেশীয় নাট্যরুপ অনসন্ধান করার জন্য এবং পরে ঐ বছর নাইজেরিয়ার স্বাধীনতা উৎসবে তার নাটক ‘আ ডানস অব দা ফরেস্টস’ মঞ্চস্থ হয়। ১৯৬৯ সালে তিনি নাট্য বিভাগের পরিচালক হন।[৩][৪]

কাজ[সম্পাদনা]

সোয়েনকার অন্যান্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দা লায়ন অ্যানডো দা জুয়েল (১৯৬৩) একটি বিদ্রুপাত্মক হাসির নাটক সেখানে আফ্রিকায় আধুনিক সভ্যতার আরোপকে ব্যক্তিসত্তার উপর হুমকি হিসেবে দেখা যায় এবং ‘দা রোড’ (১৯৫৬) যার উৎস হচ্ছে নাইজেরীয় লেকচার। ‘আদানরে অ্যান্ড আদার পোইমস’ এবং ’দি ইন্টারপ্রিটার্স’ (১৯৬৪) নামে একটি উপন্যাস তিনি আরও প্রকাশ করেন।[৫][৬]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Nobel Prize in Literature 1986 Wole Soyinka"। The Nobel Prize। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৩ 
  2. Maya Jaggi (২ নভেম্বর ২০০২)। "Ousting monsters"The Guardian 
  3. "Profile of Nobel Laureate Wole Soyinka" (pdf)The University of Alberta। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৩ 
  4. Posey, Jacquie (১৮ নভেম্বর ২০০৪)। "Nigerian Writer, Nobel Laureate Wole Soyinka to Speak at Penn"The University of Pennsylvania। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৩ 
  5. "Wole Soyinka"Academy of Archievement। Washington D.C.। ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩ 
  6. Wole Soyinka (২০০৭)। Climate of Fear: The Quest for Dignity in a Dehumanized World। Random House LLC। পৃষ্ঠা 119। আইএসবিএন 9780307430823I already had certain agnostic tendencies—which would later develop into outright atheistic convictions— so it was not that I believed in any kind of divine protection.