কুবিন্দু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুবিন্দু, সুবিন্দু ও দুই রকম দিগন্তের পারস্পরিক সম্পর্কের রেখাচিত্র। খেয়াল করুন, সুবিন্দুর বিপরীতে কুবিন্দুর অবস্থান।

কুবিন্দু বা নেদির (/ˈndɪər/) (উৎস আরবি: نظير / ALA-LC: naẓīr, অর্থ "প্রতিরূপ") হল কোনও স্থানের সরাসরি 'নিচে' অবস্থিত বিন্দু। ঐ স্থানের অনুভূমিক একটি কাল্পনিক সমতলের অভিলম্ব বরাবর নির্দেশযোগ্য দুইটি দিকের এটি অন্যতর। অভিলম্বের অন্য মুখ, অর্থাৎ আলোচ্য স্থানের সরাসরি 'উপর' দিকে অবস্থিত বিন্দুটি হল সুবিন্দু। সাধারণভাবে কুবিন্দুকে যে কোনও স্থানে ক্রিয়াশীল মহাকর্ষ বলের অভিমুখে অবস্থিত নিম্নতম বিন্দু হিসেবে কল্পনা করা হয়। জ্যোতির্বিজ্ঞান, ভূ-পদার্থবিজ্ঞান, আবহবিজ্ঞান প্রভৃতি শাস্ত্রে কুবিন্দুর ধারণা গুরুত্বপূর্ণ।[১]

নাদির হচ্ছে পৃথিবীর নিন্মতম বিন্দু |[সম্পাদনা]

  1. (ইংরেজি)McLaughlin, Richard J.; Warr, William H. (২০০১)। "The Common Berthing Mechanism (CBM) for International Space Station" (পিডিএফ)। Society of Automotive Engineers। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১২