পশ্চিম ত্রিপুরা জেলা
অবয়ব
পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলা | |
---|---|
জেলা | |
ত্রিপুরার চারটি জেলা | |
রাজ্য | ত্রিপুরা |
দেশ | ভারত |
আসন | আগরতলা |
আয়তন | |
• মোট | ২,৯৯৭ বর্গকিমি (১,১৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[১]) | |
• মোট | ১৭,২৪,৬১৯ |
• জনঘনত্ব | ৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-TR-WT |
ওয়েবসাইট | http://westtripura.nic.in/ |
পশ্চিম ত্রিপুরা (ইংরেজি: West Tripura district), ভারতের ত্রিপুরার রাজ্য প্রশাসনিক জেলা। এই জেলার সদর দপ্তর আগরতলা । এটি ২০১১ সালে, ত্রিপুরা জেলার সবচেয়ে জনবহুল এলাকা পরিণত হয়েছে। ১৯৭০ সালে এটি জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে।
ভূগোলিক অবস্থা
[সম্পাদনা]পশ্চিম ত্রিপুরা জেলা ২৯৯৭ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
আবহাওয়া
[সম্পাদনা]আগরতলা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জলবায়ু লেখচিত্র | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
বিভাগ
[সম্পাদনা]পশ্চিম ত্রিপুরা জেলা ৫টি মহকুমায় বিভক্ত করা হয়েছে। সেগুলি হল --
পশ্চিম ত্রিপুরা জেলায় ৯টি ব্লক রয়েছে:
- মোহনপুর
- জিরানিয়া
- হেজামারা
- লেফুঙ্গা
- বামুটিয়া
- পুরাতন আগরতলা
- মান্দাই
- বেলবাড়ি
- ডুকলি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।