সদর মহকুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সদর
মহকুমা
দেশভারত
রাজ্যত্রিপুরা
জেলাপশ্চিম ত্রিপুরা
সরকার
 • সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটঅরূপ দেব[১]
আয়তন
 • মোট১,৫০৬ বর্গকিমি (৫৮১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪,৭২,৭২৯
 • জনঘনত্ব৩১৪/বর্গকিমি (৮১০/বর্গমাইল)

সদর হল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সদর দপ্তর এবং একটি মহকুমা।[২] আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই মহকুমার অধীনে আসে এবং শুধুমাত্র ডুকলি নামে একটি ব্লকের নাম ছিল। সদর মহকুমায় মোট তিনটি রাজস্ব সার্কেল রয়েছে, আগরতলা পূর্ব, আগরতলা এবং দুকলি। এর সাথে, মোট ১৩টি তহসিল এবং ১৯টি পঞ্চায়েত রয়েছে।[৩][৪]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, সদর মহকুমার মোট জনসংখ্যা ৪,৭২,৭২৯ যার মধ্যে পুরুষ ২,৪২,৯৪৮ জন এবং মহিলা ২,২৯,১৮১ জন।[৫]

বিভাগ[সম্পাদনা]

সদরের তহসিল[৪]
মহকুমা রাজস্ব সার্কেল তহসিল
সদর আগরতলা পূর্ব আগরতলা পূর্ব, ইন্দ্রনগর, অভয়নগর, যোগেন্দ্রনগর
আগরতলা আগরতলা পশ্চিমে, বরজলা, রামনগর, বর্দোয়ালি
ডুকলি বিক্রমনগর, সূর্যমণিনগর, বাধড়ঘাট, ডুকলি, শ্রীনগর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SDMs" 
  2. "Tripura At Glance" (পিডিএফ) 
  3. "Subdivision & Blocks | West District, Government of Tripura | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৮ 
  4. "Tehsil | West District, Government of Tripura | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৮ 
  5. "ISI.gov.in" (পিডিএফ)