ফেনী সকার ক্লাব
প্রতিষ্ঠিত | ১৯৮৮ |
---|---|
মাঠ | শহীদ সালাম স্টেডিয়াম ফেনী, বাংলাদেশ |
ধারণক্ষমতা | ৫০০০ |
সভাপতি | তাবিথ আউয়াল |
লিগ | বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ |
২০১৭ | ৮ |
ফেনী সকার ক্লাব বাংলাদেশের ফেনী কেন্দ্রিক একটি ফুটবল ক্লাব।
ইতিহাস
[সম্পাদনা]ফেনী ভিত্তিক এই ক্লাবটি গঠিত হয় ১৯৮৮ সালে। ফেনী সকারের উদ্যোক্তা ও বতর্মান সাধারণ সম্পাদক গোলাম রব্বানি। একসময় তিনি ভিক্টোরিয়ার হয়ে ঢাকায় ফুটবল খেলতেন। এই ক্লাবের প্রথম সভাপতি মরহুম আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মজিবুল হক, যিনি বর্তমানে ফেনী পৌরসভার কাউন্সিলর ও সকার ক্লাবের সভাপতি এবং জামাল ব্রেডের নিজাম উদ্দিন,শাহ আলম, কালাম, তৌহিদ, সাজু, ইফতেখার, পিন্টুসহ অনেককে। বতর্মান গভর্নিং বডির চেয়ারম্যান তাবিথ আউয়াল। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। [২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
অর্জন
[সম্পাদনা]- বসুন্ধরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ
- রানার্সআপ (২০০৯)[১]
- ফেডারেশন কাপ
- ৩য় স্থান (২০০৯)
- বাংলাদেশ প্রিমিয়ার লীগ
- ৯ম স্থান (২০১১-১২)
- ফেডারেশন কাপ ,২০১২
- গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লীগ
- ৭ম স্থান (২০১২-১৩)
ফেনী সকার মহিলা দল
[সম্পাদনা]ওয়ালটন ঢাকা মহানগরী মহিলা ফুটবল লিগ-২০১৩ অংশ গ্রহণ করে নাসরিন একাডেমিকে ৪-০ গোলে এবং বাংলাদেশ পুলিশকে ৪-০ গোলে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর কাছে পরাজিত হয়। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Shuktara Club Cup champs"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]