চতুর্ভুজ শিব মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চতুর্ভুজ শিব মন্দির বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় অবস্থিত একটি হিন্দু ধর্মীয় প্রাচীন স্থাপনা। এই মন্দিরটির প্রধান বিগ্রহ দেবতা শিব।স্থানীয় অধিবাসীদের কাছে এটি শিবের মঠ নামে পরিচিত।মন্দিরের স্থাপত্যশৈলী বিজয় সেনের "উত্তুঙ্গ দেবমন্দির " সদৃশ। বিজয় সেন ১০৯৭ সনে কামরুপ জয়ের পর অনেক শিবমন্দির নির্মাণ করেন এই মন্দিরের স্থাপত্যশৈলী উক্ত দেবমন্দিরের পরিচায়ক।[১]মন্দিরের মঠ সদৃশ উত্তুঙ্গচূড়া ধ্বসে পরলেও মানুষের মুখে এখনো শিবমঠ হিসেবে পরিচিত। চতুর্ভুজের ঐতিহাসিক এ শিব মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ঘোষিত পুরাকীর্তির তালিকায় প্রজ্ঞাপনে প্রকাশ পায় ১ মার্চ_২০২২ সালে।

অবস্থান[সম্পাদনা]

এ শিব মন্দিরটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের অন্তর্ভুক্ত চতুর্ভুজ গ্রামের সেনপাড়ায় অবস্হিত।

ইতিহাস[সম্পাদনা]

সেনীয় স্থাপত্যের একটি দুর্লভ নিদর্শন এই মন্দিরটি, এ স্থাপত্যের উচ্চাবচ ভাস্কর্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত ১২০০-১৪০০ সনের উচ্চাবচ ভাস্কর্যের সাথে সাদৃশ্যপূর্ণ।

বিবরণ[সম্পাদনা]

মন্দির গাত্র ভাস্কর্যসমৃদ্ধ ইট দ্বারা নির্মিত।[২] ২০১০ সালে এ মন্দিরের পাশেই মাটি খুরে পাওয়া গেছে আরেকটি স্থাপনার নিদর্শন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চন্দ, রমাপ্রসাদ। "গৌড়রাজমালা/বিজয়সেন ২ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪ 
  2. "চতুর্ভুজ শিব মন্দির"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]