বিষয়বস্তুতে চলুন

বিকনিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিকনিং এক ধরনের টোকেন রিং প্রসেস। এটি নেটওয়ার্ক কে কঠিন ভুল (hard error) জনিত চলন অক্ষমতা থেকে রক্ষা করে। সাধারণত কোনো সংযুক্ত স্টেশন এ ধরনের অচল অবস্থা টের পায়। প্রয়োজন অনুসারে ওই স্টেশন নিজে কে পুরো ব্যবস্থা থেকে প্রত্যাহার করতে পারে। রিং ব্যর্থতা টের পেলে এক ধরনের বিশেষ ম্যাক ফ্রেম স্টেশন হতে চারদিকে ছড়িয়ে দেয়া হয়। এভাবে অপারগ স্টেশন নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে।