৯৪তম একাডেমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৯৪তম একাডেমি পুরস্কার
দাপ্তরিক পোস্টার
তারিখ২৭ মার্চ ২০২২
স্থানডলবি থিয়েটার
হলিউড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উপস্থাপক
প্রাক-প্রদর্শন
প্রযোজকউইল পেকার
শায়লা কাওয়ান
পরিচালকগ্লেন ওয়েস
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রকোডা
সর্বাধিক পুরস্কারডিউন (৬)
সর্বাধিক মনোনয়নদ্য পাওয়ার অব দ্য ডগ (১২)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএবিসি
স্থিতিকাল৩ ঘন্টা, ৪০ মিনিট[১]
রেটিং১৫.৪ মিলিয়ন[১]
 ← ৯৩তম একাডেমি পুরস্কার ৯৫তম → 

৯৪তম একাডেমি পুরস্কার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কারের আয়োজন, যেখানে ২০২১ সালের ১লা মার্চ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্রসমূহকে পুরস্কৃত করা হয়। ২০২২ সালের ২৭শে মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিনা হল, অ্যামি শুমারওয়ান্ডা সাইকস। ২০১১ সালের ৮৩তম একাডেমি পুরস্কারের পর এই প্রথম একাধিক সঞ্চালক একাডেমি পুরস্কার সঞ্চালনা করেন।[২]

কোডা ইন্টারনেট স্ট্রিমিং পরিষেবা (অ্যাপল টিভি+) কর্তৃক প্রযোজিত প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার লাভ করে ইতিহাস গড়ে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও এটি আরও দুটি বিভাগে পুরস্কৃত হয়। ডিউন সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে, অন্যদিকে দি আইজ অব ট্যামি ফে দুটি বিভাগে পুরস্কার লাভ করে। দ্য পাওয়ার অব দ্য ডগ, কিং রিচার্ড, ওয়েস্ট সাইড স্টোরি, ড্রাইভ মাই কার, এনচেন্টো, বেলফাস্ট, নো টাইম টু ডাই, ক্রুয়েলা, দ্য লং গুডবাই, দ্য কুইন অব বাস্কেটবল, সামার অব সৌল, ও দ্য উইন্ডশিল্ড একটি করে পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পোর্টার, রিক (২৮ মার্চ ২০২২)। "TV Ratings: Oscars Rebound from Historic Lows"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  2. কিগান, রেবেকা (১১ জানুয়ারি ২০২২)। "Oscars: 2022 Ceremony to Feature a Multi-Emcee Palooza"দ্য হলিউড রিপোর্টার। ফেব্রুয়ারি ১১, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

সংবাদের সূত্র

অন্যান্য সূত্র