সালেহ উদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালেহ উদ্দিন
উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৬ ফেব্রুয়ারি ২০০৯ – ২৫ ফেব্রুয়ারি ২০১৩
পূর্বসূরীআমিনুল ইসলাম
উত্তরসূরীআমিনুল হক ভূঁইয়া
উপাচার্য
মেট্রোপলিটন ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
১৫ জানুয়ারি ২০১৪ – ১৪ জানুয়ারি ২০২২
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-06-30) ৩০ জুন ১৯৫২ (বয়স ৭১)
হবিগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
থামাসাট বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড
মালয় বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

সালেহ উদ্দিন (জন্ম: ৩০ জুন ১৯৫২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সালেহ ১৯৫২ সালের ৩০ জুন সিলেটের হবিগঞ্জ জেলার, লস্করপুর ইউনিয়নের ঐতিহাসিক মশাজান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি থাইল্যান্ডের থামাসাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

সালেহ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি সিলেটে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে পুনঃনিয়োগ পেলেন সালেহ উদ্দিন"দৈনিক ইনকিলাব। ৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  2. "ভিসি হিসেবে পুনঃনিয়োগ পেলেন সালেহ উদ্দিন"গো নিউজ২৪। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  3. "Prof. Md. Saleh Uddin PhD Joins as Vice-Chancellor of Metropolitan University"মেট্রোপলিটন ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২