স্যান ডিয়েগো ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সান দিয়েগো এমএলএস দল থেকে পুনর্নির্দেশিত)
স্যান ডিয়েগো
পূর্ণ নামস্যান ডিয়েগো ফুটবল ক্লাব
প্রতিষ্ঠিত১৮ মার্চ ২০২৩; ১৩ মাস আগে (2023-03-18)
মাঠস্ন্যাপড্রাগন স্টেডিয়াম
ধারণক্ষমতা৩৫,০০০[১]
মালিক
লিগমেজর লিগ সকার
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

স্যান ডিয়েগো ফুটবল ক্লাব (ইংরেজি: San Diego FC; সাধারণত স্যান ডিয়েগো এফসি এবং সংক্ষেপে স্যান ডিয়েগো নামে পরিচিত) হচ্ছে স্যান ডিয়েগো ভিত্তিক একটি মার্কিন পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্তরের ফুটবল লিগ মেজর লিগ সকারে প্রতিযোগিতা করবে। এই ক্লাবটি ২০২৩ সালের ১৮ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ৩৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ২০২২ সালে বহু-ব্যবহারের জন্য নির্মিত মাঠ স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করবে।[২][৩] বর্তমানে এই ক্লাবের মালিকানা গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ-মিশরীয় ব্যবসায়ী এবং প্রাক্তন রাজনীতিবিদ মুহাম্মদ মনসুর এবং কুমেয়ায় জাতির সিকুয়ান ব্যান্ড (যা একটি ফেডারেল স্বীকৃত ভারতীয় উপজাতি)। ২০২৩ সালের ১৮ই মে তারিখে সম্প্রসারিত নতুন দল হিসেব স্বীকৃতি প্রদান করা হয়েছে; এর মাধ্যমে এটি মেজর লিগ সকারের ৩০তম দল হবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Scene & Heard at Snapdragon Stadium: Fans flock to see Man U vs. Wrexham"San Diego Union-Tribune। ২৬ জুলাই ২০২৩। 
  2. Maurer, Pablo (মে ১৮, ২০২৩)। "MLS expansion into San Diego: What you need to know about team name, owner and local history"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনThe Athletic। সংগ্রহের তারিখ মে ১৮, ২০২৩ 
  3. Zeigler, Mark (মে ১৫, ২০২২)। "Major League Soccer continues to eye San Diego as attractive expansion candidate"The San Diego Union-Tribune। সংগ্রহের তারিখ মে ১৮, ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]