সাতু রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাতু রায় অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবিয়াল। তাঁর আসল নাম সাতকড়ি রায়।

জীবনী[সম্পাদনা]

পশ্চিমবঙ্গের নদীয়া জেলাশান্তিপুরের কাছে নিকটবর্তী বৈঁচি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সাতকড়ি রায়। পরে সাতু রায় নামেই সর্বাধিক পরিচিতি লাভ করেন। ছোটবেলা থেকেই গান রচনায় নিপুণ ছিলেন তিনি। সাতু রায় শান্তিপুরের জমিদারের কাছারিতে চাকরি করতেন। তাঁর নিজস্ব কবিগানের দল ছিল না তবে বিভিন্ন কবিয়ালদের জন্য গান রচনা করে দিতেন। তিনি শিবচন্দ্রবাবুর সখের কবিগানের দলের জন্য গান রচনা করতেন। পরে ভোলা ময়রার জন্যও গান রচনা করেছেন।[১] শেষ জীবনে রানাঘাটের জমিদার পালচৌধুরীদের পক্ষে বারাসতে মোক্তারির কাজ করেছেন সাতু রায়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]