সাউথ ব্রীজ স্কুল

স্থানাঙ্ক: ২৩°৫২′৪১″ উত্তর ৯০°২৩′১৩″ পূর্ব / ২৩.৮৭৮১° উত্তর ৯০.৩৮৬৯° পূর্ব / 23.8781; 90.3869
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাউথ ব্রীজ স্কুল
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৩°৫২′৪১″ উত্তর ৯০°২৩′১৩″ পূর্ব / ২৩.৮৭৮১° উত্তর ৯০.৩৮৬৯° পূর্ব / 23.8781; 90.3869
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৮৬ (1986)
অধ্যক্ষজিনাত চৌধুরী
শ্রেণীপ্লে-গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত
লিঙ্গসহ-শিক্ষামূলক
ক্যাম্পাসউত্তরা[১] এবং ধানমন্ডি
ক্যাম্পাসের ধরনশহুর
রং     সাদা,      ধূসর এবং      মেরুন
দলের নামউলভ
ওয়েবসাইটsouthbreezeschoolbd.com

সাউথ ব্রীজ স্কুল বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৮৬ সালে অধ্যক্ষ জিনাত চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত হয়, যার মূল ক্যাম্পাসটি ছিল ধানমন্ডিতে। ক্যাম্পাসটি ২০০০ সালে উত্তরায় স্থানান্তরিত হয় এবং ২০০৪ সালে একটি নতুন অতিরিক্ত বিভাগ খোলা হয়।

শিক্ষায় সাফল্য[সম্পাদনা]

স্কুলটি ব্রিটিশ আইজিসিএসই সিলেবাস অনুসরণ করে এবং ইডেক্সেল ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত সাধারণ স্তরের (ও-লেভেল) পরীক্ষার জন্য ছাত্রদের পড়ানো হয়। ১৯৯০ সালে যখন প্রথম ব্যাচের শিক্ষার্থীরা স্কুল থেকে স্নাতক হয়, তখন থেকেই স্কুলটি ও-লেভেল ফলাফলের দিক থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয়দের মধ্যে একটি। সাউথ ব্রীজের শিক্ষার্থীরা উচ্চ-প্রাপ্ত ও-লেভেল এবং এ-লেভেলের শিক্ষার্থীদের জন্য বার্ষিক ডেইলি স্টার পুরস্কার অনুষ্ঠানে ধারাবাহিকভাবে একটি বড় উপস্থিতি বজায় রেখেছে এবং ২০০০ সালে (দিব্যা হক), ২০০৪ সালে (আশেক শামস) এবং ২০১০ সালে ( ইন্তেখাব হোসেন [২] ) ভ্যালিডিক্টোরিয়ান হিসাবে নির্বাচিত হয়েছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্কুলশিক্ষার্থীদের গণটিকা শুরু সোমবার" [The mass vaccination of school children starts on Monday]। Ekushey TV। ৩১ অক্টোবর ২০২১। 
  2. "The high achievers"The Daily Star। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৫